7 AWESOME HOLIDAY FACEBOOK ADS AND WHAT YOU CAN LEARN FROM THEM

Share This Post

৭ টি ওসাম হলিডে ফেইসবুক অ্যাডস এবং এগুলো থেকে আপনি  যা শিখতে পারেন

আজকের পোস্টে, আমরা বর্তমানে লাইভ থাকা কয়েকটি সেরা হলিডে ফেসবুক অ্যাড এক্সামিন করব। আমরা ঐসব ফ্যাক্টর দেখবো যার কারণে তারা পার্টিকুলারলি এফেক্টিভ হয়েছে এবং বিভিন্ন উপায় যেভাবে আপনি আপনার নিজের অ্যাড কনটেন্ট ইম্প্রোভ করতে পারেন। আপনি ফেসবুকে কীভাবে অ্যাড দেবেন তা ফিগার আউট করতে না পারলেও বেশ কয়েকটি আইডিয়া এই পোস্টটি থেকে নিয়ে আপনি নিজের ক্যাম্পেইনে এ্যাপলাই করতে পারেন।

১. যে.ক্রিউ

1 15

রিটেইলার যারা তাদের কাস্টমারদের চিনেন তারা এইটাও জানেন অন্যের জন্য শপিং করা কতটা বিরক্তিকর হতে পারে। যে.ক্রিউ এর অ্যাড শপিং সিজনে চুল ছেড়ার কষ্ট থেকে মুক্তি দেয় এমন একটি গাইড গিফট করে তার কাস্টমারদের ” ক্রিউ-এ্যাপ্রোভড পিকস ফর এভরিওয়ান। …….” এবং তারা শুধু এইটা কপিতে বলছেন না। 

আপনি যদি অ্যাড এর ছবিটি একটু ভালো ভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে.ক্রিউ  যে ছবি দিয়েছেন তা ১০০% অ্যাড এর কপি রিফ্লেক্ট করে। ভিউয়ার তার গার্লফ্রেন্ড , ভাতিজা বা দাদা যার জন্যই শপিং করুক না কেন সেখানে কিছু না কিছু ওই ছবিতে পেয়েই যাবে।

এবং চিকি বোনাস এর কথা ভুলবেন না “(দ্যাট  ইনক্লুড ইউ )” । যে.ক্রিউ জানে যারা সেলফ-গিফ্টারস তারা বছরের এই সময় নিজেদের গিফট করা থেকে বিরত থাকতে পারে না, এবং নিজেরাই নিজেদের ইনভাইট করেন এই অফার টা লুফে নেয়ার জন্য।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • আপনার অ্যাড  ইমেজ আপনার কপির পরিপূরক হওয়া উচিত।
  • হাই-কোয়ালিটি এর ইমেজ ব্যবহার করুন আকর্ষণীয় কালার  এর সাথে। 
  • আপনাকে সব সময় প্রোডাক্ট সেল করতে হবে এমন কোনো কথা নেই।  হেল্পফুল হওয়ার ট্রাই করুন !

২. মাইকেল কোরস

screenshot 220michael20kors20 20info20and20ads 11 08 2018 13 45 51

এই মাইকেল কোরস এর অ্যাড ঠিক মার্ক এ হিট করেছে। যে.ক্রিউ এর মতো মাইকেল কোরস ও হেক্টিক সিজনে হেল্পফুল এ্যাপ্রোচ করেছে। এই ছবির ওপরের কপিটি ইম্মেডিয়েটলি এক্সপ্লেইন করে তারা ভিউয়ারকে কি নেয়ার কথা বলতে চাচ্ছেন এবং ছবিটি নিজেই তাদের ব্র্যান্ড এর নতুন প্রোডাক্ট শো অফ করছে। 

ছবি এর ওপরের কপি ন্যূনতম এ্যাপ্রোচ মনে হলেও এই অ্যাডে যে চ্যাট বাবল ইউজ করা হয়েছে যার সাথে  বেশিরভাগ মানুষ পরিচিত তা একটা হিন্ট দেয় আরো কি হতে পারে ( একটি হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট) ।

এই অ্যাড এর একমাত্র কোম্পোনেন্ট যা সামান্য ইম্প্রোভ করা যেতে পারে তা হল সিটিএ বাটন। যদিও বেশিরভাগ অ্যাড হেল্পফুল কনভার্সেশন ইঙ্গিত করে, সিটিএ  “Show Now  ” এইটা ইঙ্গিত করে। এইটি বেশিরভাগ ভিউয়ার্সকে ডিটার করার কথা না কিন্তু অনেক সময় ইন্টেনশন মিসলিডিং মনে হতে পারে।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  •  আপনার কপি এবং সিটিএ এ্যলাইন্ড আছে কিনা তা নিশ্চিত করুন।

৩. শাটারফ্লাই

2 14

“ফ্রি” শব্দটি সর্বদা আকর্ষণীয় এবং শাটারফ্লাই তা জানে। অ্যাডের সব ক্যাপ এ টোটাল ৩ বার “ফ্রি” ফীচার করে, এইটা সম্ভাবনা বাড়িয়ে দেয় যে ভিউয়াররা স্ক্রল করার সময় একবার হলেও শব্দ টি ক্যাচ করবে। যে কোনও সংশয় রোধ করতে, শাটারফ্লাই একটি সিম্পল ইন্সট্রাকশন প্রোভাইড  করে কিভাবে অফার টি ক্লেম করা যায় ,“Use code METALORNAMENT…”

এই অ্যাড ইমেজ স্যাম্পল প্রোভাইড করার মাধ্যমে ভিউয়ারদের হেল্প করে ফাইনাল প্রোডাক্ট ভিজ্যুয়ালাইজ করার।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • আপনার কাস্টমারদের ভিজ্যুয়ালাইজ করতে হেল্প করুন কিভাবে তারা আপনার প্রোডাক্ট ইউজ করতে পারে।
  • আপনার প্রমোশন সুস্পষ্টভাবে আপনার কপি এবং ইমেজ এ ফীচার করুন। 
  • আপনার অফারে এ্যাডিশনাল স্টেপ দরকার হলে, সেইটা আগে থেকে বলে দিন। 

৪. ওয়ালমার্ট

screenshot 320walmart20 20info20and20ads 11 08 2018 14 55 26

পারফেক্ট গিফট পাওয়া সিজন এর টপ কনসার্ন হলেও পারফেক্ট গিফট পারফেক্ট প্রাইস রেঞ্জ এ পাওয়া সমান কষ্টের। ওয়ালমার্ট পারফেক্ট গিফট পারফেক্ট রেঞ্জ এ প্রোভাইড করে এই কনসার্ন থেকে মুক্তি দেয়। 

লো প্রাইস যেমন $২৫ এর মতো একটি স্ট্যান্ড এ্যালোন ইমেজ অনেক ভিউয়ার এর অ্যাটেনশন পাবে। তবে এই সিঙ্গেল ইমেজ শপারদের রিপেল করতে পারে শপ করা থেকে যদি তারা হিউজ প্রাইসের আইটেম চান সুপার স্পেশাল কারো জন্য। ওয়ালমার্ট এইসব রিস্ককে কমিয়ে দেয় সব প্রাইস রেঞ্জ  এর গিফট রেখে এবং ক্যারোসেল অ্যাড তৈরি করে যাতে হিউজ প্রাইসড গাইডও রয়েছে। এইটা ভিউয়ারদের ব্রোড রেঞ্জ এর গ্রুপ এর জন্য শপ করতে হেল্প করে, কোওয়ার্কার থেকে বেস্ট ফ্রেন্ড পর্যন্ত।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • আপনার বিজ্ঞাপন যাতে কাউকে না ফিরিয়ে দেয় সে বিষয়ে সতর্ক থাকুন।
  • আর্লি  শপারদের জন্য প্রাইস অনেক ম্যাটার করে।

৫. গ্যাপ

3 14

ফটো ওপস থেকে শুরু করে ফ্যামিলি ডিনার থেকে কমিউনিটি ইভেন্টস পর্যন্ত, ছুটির দিনগুলি বন্ধু এবং পরিবারকে একত্রিত করে। এই অ্যাড এ গ্যাপ এই হলিডেতে আপনার ফ্যামিলি কে ভালো দেখানোর জন্য হেল্প করতে চেয়েছে। যদিও একটি মাত্র লিস্ট রয়েছে সিঙ্গেল এক্টিভিটি (ফটোস) এর , সেই ইমেজ আপনার বাচ্চাদের গ্যাপ এ্যাপ্যারেল এ কতটা ভালো লাগবে তা কনভে করার জন্য এনাফ।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • আপনি যদি মডেল অন্তর্ভুক্ত করেন তবে হাসি মুখগুলি ব্যবহার করুন।
  • মডেলগুলির আপনার স্টোরের পোশাক পরা উচিত।

৬. লোকিইটানে এন প্রভেন্স

4 14

লোকিইটানে এন প্রভেন্স ঠিক পয়েন্ট পেয়েছেন এবং নিজেদের সেলফ-গিফ্টিং শপার হিসেবে এড্রেস করেন। একজন শপারকে নিজেকে গিফট করার জন্য উত্তেজিত করলে তাকে মিনিমাম পারচেজ করার জন্য অন্যের জন্যও কিনতে হয়। এইটা কে এক ঢিলে দুই পাখি মারা বলা হয়। 

শাটারফ্লাই এর মতো এই অ্যাডেও “ফ্রি” শব্দ টি একবারের বেশি ব্যবহার করা হয়েছে। এই অফারটিতে যা পাবেন তার সমস্ত কিছু প্রমিনেন্টলি ফীচার করা আছে এবং কপি ভিউয়ারদের অফার সম্পর্কে আরো অনেক তথ্য দেয়, “৮-পিএস ডেলিসিয়াস আলমন্ড এবং বেস্ট অন্ত-এজিং গিফট ” ।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • ইমেজ ইউজ করুন আপনার ভিউয়ারকে শো করানোর জন্য যে তারা এক্সাক্টলি কি নিচ্ছেন। 
  • আপনার কপি ডেস্ক্রিপটিভ হওয়া উচিত। 
  • আপনার অফারে ফাইন প্রিন্ট থাকলে, এস্টেরিস্ক ইনক্লুড করুন।

৭. মাইক্রোসফট স্টোর

screenshot 320microsoft20store20 20info20and20ads 11 08 2018 14 33 29

ব্ল্যাক এবং নিয়ন ব্ল্যাক ফ্রাইডে এর সমুদ্র পরিমান অ্যাডের মাঝখানে মাইক্রোসফটের আপাতদৃষ্টিতে এমন অ্যাড সবাই কে লক্ষ্য করতে বাদ্ধ্য করেছে। এইটা ভিজ্যুয়াল ক্রিস্টমাস থিম সাজেস্ট করে যেইখানে কম্পেটিটরদের টেক ডিলগুলো ব্ল্যাক ফ্রাইডে মোড এর ওপর ডিপেন্ড করে করা হয়েছে। 

মাইক্রোসফট এক্সবক্স ওয়ান কনসোল (গেমস!) সম্পর্কিত প্রোডাক্টগুলো অন্তর্ভুক্ত করার জন্য এই অ্যাডে ক্যারোসেল অ্যাড  ফরম্যাট এর  সুবিধা নিয়েছে।

এই অ্যাড থেকে শেখার মতো কিছু বিষয়:

  • আপনার কম্পেটিটর এবং তাদের অ্যাড সম্পর্কে সচেতন হন যাতে আপনি নিজেকে আলাদা করতে পারেন
  • আপনাকে একটি ছবি এর মধ্যেই মাল্টিপল প্রোডাক্ট ক্র্যাম করার   দরকার নেই। ভিন্ন ধরণের অ্যাড টাইপ ট্রাই করুন  প্রোডাক্ট ফীচার করার জন্য।

5 13

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা