৮৫ টি ফ্রী স্টক ফটোগ্রাফি সাইট
আপনি কীভাবে আপনার ব্লগ, সোশ্যাল মিডিয়া,বুকস অথবা এডস এর জন্যে ছবি খুজেঁন? যখন প্রয়োজন হচ্ছে গুগলে গিয়ে ইমেজ সার্চ করে এবং “সেভ ইমেজ এজ “এ ক্লিক করছেন ? তারপর নিজের কনটেন্ট এ সেই ইমেজ গুলো রিসাইকেল করে ইউজ করবেন ?
তাহলে এখানে থামুন এবং নিম্নের বিষয়গুলো থেকে আরো কিছু জেনে নিন।
আপডেট
এই বিষয়টি আমাদের নজরে এসেছে যে, এই টাইপ এর বেশ কিছু আমাদের লিস্টেড সাইট ছিল যা এখন আর নেই ,আমরা বেশকিছু নন -ওয়ার্কিং লিংক রিমুভ করে দিয়েছি এবং পরবর্তীতে আরও কিছু অ্যাড করেছি।
চেক ইট আউট !
হার্ড ওয়েতে কখনোই কোনো কিছু শিখতে যাবেন না। কপি রাইটিং ইউজেজ ইমেজ ব্যবহার আপনাকে বেশ বড় ফিনান্সিয়াল কনসিকোয়েন্স এর দিকে নিয়ে যাবে। তাই এই ভারী লস এড়াতে ,
- আপনার ভিজ্যুয়াল কনটেন্ট গুলো যথাযথভাবে সোর্স থেকে ইউজ করা হয়েছে।
- ডিফারেন্ট ক্রিয়েটিভ কমন লাইসেন্স সম্পর্কে বুঝার চেষ্টা করুন এবং কিভাবে সঠিকভাবে ইউজ করা যায় সেটি জানুন।
অবশ্যই আপনি সতর্কতার মধ্যে ভুল করতেই পারেন এবং ভালো ছবির জন্য পে করতে পারেন, কিন্তু কেন করবেন যখন অনেক আর্টিস্ট আছে যারা আপনার এই কষ্ট বুঝে এবং তাদের কাজ গুলো ফ্রীতে দিতে ইচ্ছুক?
আপনার শুরু করতে যাতে সহজ হয় আমরা তাই ৮৫টি স্টক ফ্রী ফটোগ্রাফি সাইটের ডিটেলস দিয়েছি (দেট ডোন্ট সাক) –
১. ১২৩আরএফ

সোর্স – ১২৩আরএফ স্টক ফটো
১২৩আরএফ আপনাকে একটি লার্জ প্রিমিয়াম হাই কোয়ালিটি ইমেজ ফ্রী তে প্রোভাইড করার জন্যে কন্সটেন্টলি আপডেট করে যাচ্ছে। এর লোয়ার রেজুলেশন (72dpi)। যেহেতু এভেইবিলিটি সব সময় পরিবর্তন হয় তাই প্রথমে আপনি যেটি খুঁজছেন তা না পেলে আবার খোঁজার চেষ্টা করুন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – লো- রেস (হাই-রেজোর জন্য পে করতে হবে)
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
২. এল্বামেরিয়াম

পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্যে ইমেজগুলোর জন্যে আপনি এখানে বিভিন্ন স্টক লাইব্রেরী পেয়ে যাবেন। ব্যবহারের আগে অবশ্যই কপিরাইটের ইস্যু গুলো ভালোভাবে চেক করে নিবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – লো- রেস
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
৩. আনচেস্ট্রি ইমেজেস

এ ইউনিক লাইব্রেরী অফ হাই কোয়ালিটি এন্টিক প্ৰিন্টস যা পার্সোনালি ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
৪. বার্ন ইমেজেস

নাম দেখে বোকা হয়ে গেলে চলবে না – আসলে বার্ন ইমেজ আপনাকে অনেক বেশি বার্ন ওয়েতে ইমেজ কালেক্ট করার সুযোগ দিবে। আইরোনিকালি- বার্ন ইমেজ তাদের কালেকশন এ ১০০০ এরও বেশি ছবি ইনক্লুড করে রাখে যেখানে তারা আসলে কোন বার্ন ইমেজ প্রোভাইড করে না।
আপনি আপনার যেকোনো কমার্শিয়াল অথবা নন – কমার্শিয়াল পারপাসে বার্ন ইমেজের যেকোনো ইমেজ ইউজ করতে পারবেন (বোথ ফ্রী ইমেজ অথবা প্রিমিয়াম প্যাকেজে)
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজু
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫. বিগফটো

বিগফটো তার ইউজারদের সব ধরণের ক্যাটাগরির ইমেজ কালেক্ট করার সুযোগ দেয়। ছবির কোয়ালিটি মিক্সড কিন্তু আপনি যদি চান আপনি বেস্ট জেমস গুলো খুঁজে বের করতে পারবেন। কপিরাইট হিসাবে, বিগফোটো তাদের সাইটে আবার একটি লিঙ্কের জন্য রিকোয়েস্ট ব্যাক করেছে, তবে প্রতিটি ফটোর মালিকানা চেক করতে ভুলবেন না কারন তাদের বেশিরভাগ এই বিভিন্ন ফটোগ্রাফারের ব্যক্তিগত কাজ।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ (চেক ইচ ফটোস)
৬. ক্যানভা

ক্যানভার ফ্রি লাইব্রেরি অনলাইনে মাল্টিপল ক্রিয়েটিভ কমনসেন্স সোর্স থেকে এক্সটেন্সিভ ফটোস অফার করছে। তবে ক্যানভা ব্যবহারের রিয়েল ড্রটি হচ্ছে এটি একটি লাইব্রেরী অফ টেমপ্লেট।যদি আপনার বিজনেস এর জন্যে একটি কার্ড বা ব্যানার তৈরি করা দরকার হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার প্রয়োজন অনুসারে একটি টেমপ্লেট কালেক্ট করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই – রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭. সিজি টেক্সচার ডটকম

ইতিপূর্বে সিজি টেক্সচার ডটকম, টেক্সচার ডটকম সব ধরণের ফ্রী ম্যাটেরিয়ালস এর ইমেজ অফার করে থাকে। ছবি গুলো সাধারণত ফেব্রিকস, উড ,মেটালস,ব্রিকস,প্লাস্টিক এবং অনেক কিছু দিয়েই শুরু হয়ে থাকে। যদিও টেক্সচার এর বিশেষত্ব হলো,তারা অন্যান্য অনেকগুলি ছবি একসাথে অফার করে করে।
আপনি প্রতিদিন ১৫ টি স্মল টু মিডিয়াম ইমেজ ডাউনলোড করার জন্যে লগইন করতে পারেন। এছাড়াও যারা আরও অনেক ইমেজ সেল করতে চান তাদের জন্যে মেম্বারশিপ অফার ও রয়েছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ (ডিপেন্ডস অন ইমেজ ইউসেজ)
৮. কাপ কেক

শুধু মাত্র পাবলিক ডোমেইন এর জন্যে এই ছবি গুলো উন্মুক্ত। এর মানে হচ্ছে আপনি না চাওয়া পর্যন্ত এখানে আপনার কোনো এট্রিবিউশন থাকবেনা।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজু
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৯. ডেথ টু দা স্টক ফটো

ডেথ টু দা স্টক ফটো একটা মেম্বার শিপ বেসড ফটো লাইব্রেরী। সাইন আপ করার পরেই , আপনি ইমিডিয়েটলি একটি ফটো প্যাকস পেয়ে যাবেন।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজু
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১০. ডিজাইনারপিক্স ডটকম

ডিজাইনারপিক্স কপিরাইট ফ্রি ফটোর জন্যে একটি বিশাল ভাণ্ডার। এট্রিবিউশন রিকোয়েস্ট করা আছে কিন্তু এটা এতো প্রয়োজন হয় না।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজু
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১১. ইপিক্যান্টাস

দৈনন্দিন জীবনের বিউটিফুল ইমাজিনেশন এর জন্য এপিক্যান্টাসে স্ক্রল করা বেস্ট। কোনও অ্যাট্রিবিউশন ছাড়াই ইমেজ গুলো খুব সহজে ইউজ করতে পারবেন। আপনি নির্দিষ্ট কোনো ছবির জন্যেও রিকোয়েস্ট করতে পারেন।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজু
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১২. ফ্যান্সিক্র্যাব

ডিজাইনার এবং ফটোগ্রাফার ইগর ওভসায়ানয়িকভ () এর তৈরি ফ্যান্সিক্র্যাব একটি সম্পূর্ণ ফ্রী স্টক ফটো সাইট। তিনি প্রতিদিন দুটি হাই-রেজুলেশন ফটো পাবলিশড করেন যা আপনি কোনো রকম কপিরাইট ঝামেলা ছাড়াই আপনার পার্সোনাল অথবা কমার্শিয়াল প্রয়োজনে ইউজ করতে পারবেন।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১৩. ফিন্ডা ডট ফটো

তাদের সেরা ফিচার গুলোর মধ্যে একটি হল কালার বেইসড সার্চ করার সুবিধা যাতে আপনি কালার আপনি খুব যেই কালার চাচ্ছেন সেই কালার রিলেটেড ছবি খুঁজে বের করতে পারবেন। বেশিরভাগ ছবি গুলোই পাবলিক ডোমেইন তবে ডাউনলোড করার আগে অবশ্যই লাইসেন্স চেক করে নিবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১৪. ফ্লিকার

ফ্লিকার একটি ইমেজ এবং ভিডিও হোস্টিং ওয়েবসাইট এবং তারা ওয়েব বেসড বিজনেস ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে। ফ্লিকার সবধরণের লাইসেন্সের অধীনেই ইমেজ হোস্ট করে থাকে তবে আপনি চাইলে সার্চবারের মাদ্ধমে আপনি লাইসেন্স এর অধীনে ইমেজ চাচ্ছেন সেটি খুঁজে বের করতে পারবেন।
সার্চ – ইয়েস
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – প্রয়োজন ভেদে (চেক ইন্ডিভিউজুয়াল ফটো)
কোয়ালিটি – মিক্স
১৫. ফুডিজফিড

ফুডিজফিড হল হাই-কোয়ালিটি ফুড বেসড ইমেজের এর কলেক্টশন যা আপনি সম্পূর্ণ ফ্রীতে ইউজ করতে পারবেন এবং এভেইলেবলও পাবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ (চেক ইন্ডিভিউজুয়াল ফটো)
১৬. ফুডশট

ফুডশটের সব ইমেজগুলো সম্পূর্ণ ফ্রী তে ইউজের জন্যে ডিস্ট্রিবিউট করা হয় যা একদম পিউরলি কালেক্ট করা হয়ে থাকে। আপনি কোনো রকম পারমিশন ছাড়াই আপনার কমার্শিয়াল বা পার্সোনাল প্রয়োজনে ইউজ করতে পারবেন এবং চাইলেই কপি, মডিফাইও করতে পারবেন।
সার্চ – নো
কোয়ালিটি – হাই- রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
১৭. ফুটার

ফটো ক্রেডিট – ফুটার ডট কম
সাধারনত ২২০ মিলিয়ন কালেক্টেড (মেইনলি ফ্লিকার) ফ্রি ক্রিয়েটিভ কমন ইমেজ দিয়ে সাজানো ফুটার। ফটো এট্রিবিউশন ভেরিজ তাই কোনো ইমেজ ইউজ করার আগে অবশ্যই ডাবল চেক করে নিতে ভুলবেন্না।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
১৮. ফ্রী ডিজিটাল ফটোস ডট নেট

ফটো বাই স্টকইমেজ এট ফ্রিডিজিটালফটো ডট নেট
ফুল হাই- রেজুলেশন এর ফটো এভেইলেবল থাকে পারচেজ এর জন্যে তবে তাদের ফ্রি ইউজ অপশান এর মাধ্যমে কিছু স্মল ভার্সন ইমেজ ও আপনি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
১৯. ফ্রী ইমেজেস

ফ্রী ইমেজেসেরও একটি ইম্প্রেসিভ স্টক ইমেজ লাইব্রেরী আছে কিন্তু ছবি ডাউনলোড করার আগে অবশ্যই সোউল ক্রাসিং সাইন – আপ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
২০. ফ্রি ন্যাচার স্টক

নাম দেখেই বোঝা যাচ্ছে, ফ্রি ন্যাচার স্টক এমন একটি ফ্রি ন্যাচারাল ছবির স্টক যেখান থেকে আপনি যেমন ভাবে চান তেমনি ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
২১. ফ্রি স্টক ইমেজ পয়েন্ট

কোনো রকম কপিরাইট রেস্ট্রিকশান ছাড়াই ফ্রি স্টক ইমেজ পয়েন্ট সম্পূর্ণ অরিজিনাল ইমেজ ইউজ করার সুযোগ অফার করে। তারা ল্যান্ডস্কেপ, সিটি, প্রাণী, আর্কিটেকচার এবং ফুল ক্যাটাগরি ইউজ করার সুযোগ দিচ্ছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
২২. ফ্রী ইমেজেজ ডট রেড

ফ্রী ইমেজেজ ডট রেড পাবলিক ডোমেইন ইমেজের একটি কালেকশন (ফ্রী টু ইউজ) । সাইটটি জার্মান ভাষায়, তবে সহজেই আপনার ব্রাউজার এর মাধ্যমে ট্রান্সলেট করে ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
হাই রেজুলেশন – ইয়েস
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
২৩. ফ্রীরেঞ্জ স্টক

ফ্রীরেঞ্জ স্টক কমার্শিয়াল এবং পার্সোনাল উভয় ইউজের জন্যই রেজিস্টার্ড ইউজারদের কোয়ালিটি ইমেজ প্রোভাইড করে থাকে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নট রিকোয়ার্ড বাট রিকুয়েস্টেড
২৪. ফ্রীস্টক ডট সিএ

ফটো ক্রেডিটঃ কাট বান স্কাইভার ভিয়া ফ্রীস্টক ডট সিএ/সিসি বাই ৩.০
ফ্রীস্টক ডট সিএ সম্পূর্ণ ফ্রীতে ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রি ইমেজ প্রোভাইড করছে তবে এট্টিবিউশন লাগবেই।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
২৬. ফ্রিস্টকফটোস ডট বিজ

এই সাইটের সবগুলো ছবি ডাউনলোড করার জন্য কমপ্লিটলি ফ্রি এবং ইমেজ লাইসেন্স এবং ব্যবহারের শর্তাদি রেগুলার মেনে ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ (চেক ইমেজ ডাউনলোড পেজ)
২৭. ফ্রিস্টকফটোস ডট ওআরজি

হাবস্পট দ্বারা পরিচালিত ফ্রিস্টকফটোস ডট ওআরজি সাধারনত পাবলিক ইউজের জন্য একটি ছোট কালেকশন অফার করে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
২৮. গুড ফ্রি ফটোস

গুড ফ্রি ফটোগুলি সাধারণত পাবলিক ডোমইন বেসইড ছবি প্রোভাইড করে – এগুলো পুরো বিশ্ব ভ্রমনের প্রচুর অরিজিনাল ছবি একটি কালেকশান।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
২৯. গ্র্যাটিসোগ্রাফি

ফটোগ্রাফার রায়ান ম্যাকগুইয়ার এর ফ্রি সাইট। যদিও অ্যাট্রিবিউশন প্রয়োজন হয় না, এপ্রিসিএটেড করা হয়।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই- রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩০. আইএম ফ্রি

ওয়েবগুলো থেকে ফ্রি ইমেজের কালেকশন করা আছে যা যেকোনো কমার্শিয়াল বা পার্সোনাল ইউজের জন্যে ফ্রি।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই- রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
৩১. আইএসও রিপাবলিক

আইএসও রিপাবলিক বোথ ফ্রি এবং প্রিমিয়াম হাই কোয়ালিটি কনটেন্ট প্রোভাইড করে থাকে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩২. জে-মান্ত্রী

প্রতি বৃহস্পতিবার, জে-মান্ত্রী সাতটি হাইকোয়ালিটি ইমেজ প্রোভাইড করেন তাদের ওয়েবসাইটে। কোনো রকম এট্টিবিউশন ছাড়াই আপনি সেগুলো ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩৩. জেশুট

কোনো রকম এট্রিবিউশন ছাড়াই জেশুট এর সবগুলো ফ্রি ওয়াইড কালেকশন অফ ইমেজ ইউজ করা যাবে।
সার্চ – ক্যাটেগরির মধ্যেই
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩৪. কাবুমপিক্স

কাবুমপিক্স স্মল ইনভেন্টরির মাধ্যমে বেশ কিছু হাই কোয়ালিটি ইমেজ প্রোভাইড করে ফ্রীতে। এক্ষেত্রে কোনো অ্যাট্রিবিউশন এর প্রয়োজন হয় না, বাট গ্রেটলি এপ্রিশিয়েটেড।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – রিকুয়েস্টেড
৩৫. কেভ ওয়াল

ফটো বাই কেভ ওয়াল সিসি বাই ২.৫
গ্রাফিক্স ডিজাইন এজেন্সির মাধ্যমে কিছু স্টক ফটো প্রোভাইড করে থাকে তবে হাই রেজুলেশন প্রিমিয়াম ইমেজের জন্যে পারচেজ করার অপশনও আছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – লো রেজ (পারচেজ হাই রেজ)
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
৩৬. লাইফ অব পিক্স

কোনো রকম কপিরাইট রেস্ট্রিকশন ছাড়াই ফ্রি ইমেজেগুলো প্রোভাইড করছে কানাডিয়ান ফার্ম লিরোয় এডভার্টাইজ এজেন্সি।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩৭. লিটল ভিজ্যুয়ালস

স্যাডলি, লিটল ভিজ্যুয়ালস এর ফাউন্ডার মারা গিয়েছেন অলরেডি কিন্তু তার পরিবার এখনো লিটল ভিজ্যুয়ালস সাইটটি আপ টু ডেট রেখেছেন নিয়মিত ইমেজ প্রোভাইড এর মাধ্যম। যে কোনো পাবলিক ডোমেইন এর জন্যই ইমেজ গুলো সম্পূর্ণ ফ্রি।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৩৮. ম্যাগডেলিন

ফ্রি ইমেজ দিয়ে পরিপূর্ণ ওয়েবসাইটটি। ম্যাগডেলিনেও সার্চ অপশনে একটি অ্যামিজিং ফীচার রয়েছে, আপনি সার্চ করতে পারবেন কীওয়ার্ড, কালার, ক্যাটাগরি অথবা লাইসেন্স বেসড সার্চ করতে পারবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
৩৯. মার্বেলপিক্স

মাক্সিমামই এট্রিবিউশন প্রয়োজনহীন হাই রেজুলেশন ফ্রি ইমেজ অফার করছে মার্বেলপিক্স কিন্তু অবশ্যই ডাউনলোড করার সময় প্রতিটি পেজ এর ডেসক্রিপশন ডাবল চেক করে কনফার্মেশন করতে হবে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
৪০. এমএমটি

পাবলিক ডোমেইন বেসড পথচলা যেখানে এমএমটি অনেক ন্যাচারাল ইমেজ অফার করছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৪১. মরগুফাইল

এ গ্রেট সার্চ ফীচার এর সুবিধা সহ অনেক বড় ইনভেন্টরি ইমেজ প্লাটফর্ম অফার করছে মরগুফাইল যেখানে আপনি সেম পেজ স্ক্রিনেই ছবি দেখা এবং ডাউনলোড করার অপশন পাচ্ছেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – যদি আপনি যদি ছবিটি এডিট / পরিবর্তন না করেন তবে প্রয়োজনীয়।
৪২.মুভিস্ট

ইস্টার্ন ওয়ার্ল্ড এর স্টানিং সব ফটোগ্রাফি সম্পূর্ণ ফ্রীতে কালেক্ট করতে মুভিস্ট বেস্ট।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৪৩. নেগেটিভ স্পেস

পাবলিক ডোমেইনের জন্য লার্জ ভেরিয়াইটি ইমেজ অফার করছে নেগেটিভ স্পেস। কালার ফিল্টার এর মাধ্যমে সার্চ করার অ্যামেজিং ফীচার থাকছে নেগেটিভ স্পেস এ।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৪৪. নিউ ওল্ড স্টক

নিউ ওল্ড স্টক সাধারণত ভিনটেজ রিপোসিটোরি, অতীত স্মৃতি বা ওল্ড স্কুল ইমেজ এর লাইব্রেরি।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৪৫. পিডিপিক্স

পিডিপিক্স ফ্রি পাবলিক ডোমেইন ইমেজগুলোর একটি বিস্তৃত ভাণ্ডার। যদিও এটি পাবলিক ডোমেইন কিন্তু পিডিপিক্স কোনো লিঙ্ক এবং ক্রেডিট রিকোয়েস্ট এক্সেপ্ট করেনা।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – রিকুয়েস্টেড
৪৬. পিক্সেলস

পিক্সেলস সাধারণত বিভিন্ন উৎস থেকে কালেক্ট করা ইমেজ অফার করে। প্রতি সপ্তাহে ৩০ টি ইমেজ তারা তাদের ইনভেন্টরিতে নতুন করে অ্যাড করে তারা।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো, বাট ডাউনলোড পেজ থেকে ডাবল চেক করতে হবে।
৪৭. ফটো কালেকশন্স

পাবলিক ডোমেইন এর আন্ডারে সাধারনত ন্যাচারাল ইমেজ অফার করে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৪৮. ফটোবার

ফ্রি ইমেজ বাই ফটোবার ডট কম
পার্সোনাল অথবা কমার্শিয়াল ইউজের জন্যে ফ্রি ইমেজ অফার করে ফটোবার। তবে তারা ক্রেডিট দেয়ার রিকোয়েস্ট রাখে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
৪৯. ফটোএভরিহয়ার

ম্যাপ বা সার্চবারের মাধ্যমে ট্রাভেল স্টক ইমেজের জন্যে ফটোএভরিহয়ার। কিন্তু আপনি যদি হাই রেজুলেশন এর ছবি একসেপ্ট করেন (অথবা নো এট্রিবিউশন) তাহলে আপনাকে পে করে কালেক্ট করতে হবে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ইয়েস
৫০. ফটোজেন

কোনো রকম এট্রিবিউশন ছাড়াই হইরেজুলেশন ইমেজ প্রোভাইড করছে ফটোজেন (থ্রো এপ্রিসিয়েশন)
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫১. পিকজুম্ব

পিকজুম্ব পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্যে হাইরেজুলেশন এর হিউজ কালেকশন। ডিরেক্ট আপনার ইনবক্সে তাদের ইমেজ গুলো কালেক্ট করতে পারবেন সাইন আপ করতে করার মাধ্যমে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫২. পিকল জার

ভারতের প্রতিদিনকার হাই রেজুলেশন ইমেজ প্রোভাইড করছে পাবলিক ডোমেইনের মাধ্যমে।
সার্চ – বাই ট্যাগ
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫৩. পিকআপইমেজ

পিকআপইমেজ মেম্বারফ্রী পাবলিক ডোমেইন ইমেজ অফার করছে। কোনো এট্রিবিউশন এর প্রয়োজন নেই তবে প্রতিটি ইমেজ এর ক্ষেত্রেই অবশ্যই ডাবল চেক করতেই হবে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫৪. ব্রাস্ট

ব্রাস্ট শপিফাই পরিচালিত একটি ফ্রি স্টক ফটো সাইট। তারা সবগুলো ছবিই তারা অফার করছে ক্রিয়েটিভ কমনসেন্স জিরো (সিসি) লাইসেন্স এ।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫৫. পিকোগ্রাফি

পিকোগ্রাফি একটি অসাধারণ সব ইমেজের সিম্পল গ্যালারী।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫৬. পিকউইজার্ড

পিকউইজার্ডের প্রায় ১০০,০০০+ কমপ্লিটলি ফ্রী ইমেজ আছে যেখানে ২০ হাজারেরও বেশি ছবি এক্সক্লুসিভলি তাদের নিজেদেরই। তারা কন্টিনিয়াসলি ১ মিলিয়ন ইমেজ কালেক্ট করার ট্রাই করে যাচ্ছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৫৭. পিক্সাবে

স্টক ফটোর জন্যে ওয়ান অব দা বেস্ট রিসোর্স হচ্ছে পিক্সাবে। মেম্বারশিপ এর প্রয়োজন নেই কিন্তু সাইন আপ করে রাখলে ডাউনলোড করার সময় অযথা প্রতিবার ক্যাপচা কোড দেয়ার ঝামেলা টা পোহাতে হবে না। বেশিরভাগ ইমেজের জন্য অ্যাট্রিবিউশনের প্রয়োজন হয় না,বাট অলওয়েজ চেক।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
৫৮. পাবলিক ডোমেইন ফটোস

এই সাইটের সমস্ত ইমেজ এবং ক্লিপআর্টগুলো পাবলিক ডোমেইন। আপনি কমার্শিয়াল সহ যে কোনও প্রয়োজনেই ইমেজগুলো ইউজ করতে পারেন, তবে কিছু কিছু ইমেজের ক্ষেত্রে লোগো এবং প্রোডাক্ট কনটেইন থাকে যার কারণে আপনাকে একটু কেয়ারফুল থাকা উচিত।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
৫৯. পাবলিক ডোমেইন আর্কাইভ

এই পাবলিক ডোমেইন ইমেজ কালেকশনগুলো ভিন্টেজ এবং মডার্ন উভয় ছবির কালেকশন দিয়েই সাজানো।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬০. ফ্রি ফর কমার্শিয়াল স্পেস

আপনার নেক্সট কমার্শিয়াল বা পার্সোনাল প্রজেক্টের জন্যে কমপ্লিটলি ফ্রি স্টানিং লাইফস্টাইল ইমেজারি কালেকশন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬১. রিয়েলস্টিক শটস

প্রতি সপ্তাহে ০৭টি নতুন লাইফস্টাইল-এস্কু ইমেজ কালেক্ট করুন। রিয়েলস্টিক শট এ প্রকাশিত সবগুলো ইমেজ আপনি আপনার কমার্শিয়াল স্পেসের জন্য কপি,মডিফাই এবং ইউজ করতে পারবেন একদম ফ্রীতে। অ্যাট্রিবিউশন এর প্রয়োজন নেই, তবে এপ্রিসিয়েটেড।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬২. রি:স্প্ল্যাশড

রি:স্প্ল্যাশড আনস্প্ল্যাশের জন্য একটি হ্যাক। এটি আনস্প্ল্যাশে ইমেজ গুলোর সার্চ এবং স্পিড বাড়াতে সাহায্য করে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৩. আরজিবিস্টোক ডট কম

আরজিবিস্টকে পাব্লিশড ইমেজগুলো আপনি কমার্শিয়ালসহ যেকোনো প্লাটফর্মের জন্যই ইউজ করতে পারবেন ১০০ % ফ্রীতে। হাই রেজুলেশন এর ইমেজের জন্যে আপনাকে ফ্রীতে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – ইয়েস
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো, বাট চেক
৬৪. রিচঅ্যান্ডওয়াইল্ড

রিচঅ্যান্ডওয়াইল্ড এমন একটি স্যাম্পল লাইব্রেরি অফার করে যেখানে মাল্টিপল আর্টিস্ট এর অবদান রয়েছে কিন্তু নতুন নতুন ইমেজের জন্যে তাদের বি উইকলি সাবস্ক্রিপশন ফাংশন রয়েছে ।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো বাট বিউইকলি পিক্স এর জন্যে সাবক্রিপশন প্রয়োজন।
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৫. স্কিটারফোটো

আপনার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই ইউজ করতে পারবেন ইমেজগুলো, স্কিটারফোটো সম্পূর্ণ ফ্রীতে তাদের ইমেজগুলো প্রোভাইড করছে।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৬. স্ন্যাপওয়্যার স্ন্যাপ

স্ন্যাপওয়্যার স্ন্যাপস গুলো পাবলিক ডোমেইন এর আন্ডারে প্রতি সাতদিন সাতটি ইমেজ পাবলিশড করে থাকে।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৭. স্প্লিটশায়ার

ফটোগ্রাফার ড্যানিয়েল নানেস্কু তার ছবিগুলো পার্সোনাল বা কমার্শিয়াল ইউজের জন্যে পাবলিশড করে থাকে।
সার্চ – নো
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৮. স্টার্টআপ স্টক

যথাযথ ভাবে নামের সাথে মিল রেখেই তাদের কাজ ,স্টার্টআপ স্টক মূলত স্টার্টআপদের ইমেজগুলোই অফার করে থাকে।
সার্চ – নো
কোয়ালিটি – লো-রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৬৯. স্টকফাইড

নিউআর তো দা সীন,
অন্যান্য ক্যাটেগরির প্রতি নজর কমিয়ে তারা বর্তমানে অধিক পরিমানে ইন্ডিয়ার পিকচার অফার করছে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭০. স্টকফটোস ডট আইও

স্টকফোটোস.আইও এমন যেন পিন্টারেস্ট বোর্ডের মতো কাজ করে, স্টক ইমেজগুলিকে একটি “পিন” স্টাইলে জমা করে। এটি সম্পূর্ণ ফ্রীতে ক্রিয়েটিভ কমনসেন্স এবং পাবলিক ডোমেইন উভয়ই ধরণের ইমেজই অফার করে থাকে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
৭১. স্টকস্ন্যাপ

স্টকস্ন্যাপ ওয়েব প্লাটফর্ম এবং তাদের ফটোগ্রাফার নেটওয়ার্ক থেকে বেস্ট স্টক ইমেজগুলো তৈরি করে। সাইটে আপলোড করা সব ফটোগুলি ক্রিয়েটিভ কমসেন্স সিসিওর আন্ডারে প্রকাশিত হয় এবং কোনো প্রকার এট্রিবিউশনের প্রয়োজন হয় না।টু মেইক লাইফ ইজিয়ার,স্টক স্ন্যাপ আপনাকে ইমেজ ফিল্টার করার সুযোগ দিচ্ছে যেখানে আপনি সার্চ করতে ডেট , পপুলারিটি এবং ভিউ এর উপর বেস করে।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭২. স্টকভল্ট

স্টকভল্ট এমন একটি এক্সপেন্সিভ লাইব্রেরি যেটি ৫০০০০ ইমেজ, রেন্ডার, অবজেক্ট এবং টেক্সচার নিয়ে বিস্তৃত। আপনি যদি জাস্ট ব্রাউজ করছেন বা সার্চ করছেন, তাহলে ইমেজের প্রথম সেটটিকে ইগনোর করুন – কারণ এগুলো সবই শাটারস্টকের সাথে লিঙ্কড।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৩. স্টোকপিক

স্টোকপিক হলো এমন একটি হাই রেজুলেশন ফ্রি ইমেজের ভান্ডার যা আপনি আর অন্য কোথাও খুঁজে পাবেন না।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৪. স্ট্রিটলউইল

অতীত সময়ের ইমেজ প্লাটফর্ম যা আপনি যেকোনো ওয়েতে ইউজ করতে পারবেন।
সার্চ – ইয়েস
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
কোয়ালিটি – হাই রেজ
৭৫. সুনিপিক্স

কারণ সুনিপিক্সে দেওয়া কিছু ইমেজ ক্যাপচার করা যথেষ্ট সময়সাপেক্ষ এবং কখনও কখনও এক্সট্রিম ওয়েদার এ সুনিপিক্স এর ইমেজ গুলো কপিরাইট দ্বারা প্রটেক্ট থাকে যাতে সেগুলির অপব্যবহার না হয়। তবে,তারা তাদের ইমেজগুলো ব্যবহারের জন্য পাবলিক পারমিশন দিয়েছে (তবে সঠিক ব্যবহারের জন্য আপনি তাদের শর্তাদি ভালো করে চেক করে নিন)।
সার্চ – ইয়েস বাট ক্ল্যাংকি
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৬. ট্রাভেল কফি বুক

এর নামানুসারে একদম ঠিক ট্রাভেল কফি বুক পুরো টাই কফি বুক নিয়েই ফীচার করা।
সার্চ – নো
কোয়ালিটি – মিক্সড
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৭. আনরেস্ট্রিক্টেড স্টক

হ্যান্ড ড্রন, ফটোগ্রাফি, পিএসডি এবং ভেক্টরস সহ বিভিন্ন ফরম্যাটের ছোট একটি ফ্রি ইমেজের কালেকশন আছে যেখানে পুরো টাই ফ্রি টু ইউজ।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৮.আনস্প্ল্যাশ

আনস্প্ল্যাশ হলো একটি সুন্দর এবং হাই রেজুলেশন ইমেজের লার্জ ইনভেন্টরি। ইমেজগুলো পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য একদম ফ্রি এবং কোনও অ্যাট্রিবিউশনের প্রয়োজন নেই।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৭৯.ভিনটেজ

ভিনটেজ আর্ট এবং ডিজাইনের হাজার হাজার ফ্রি পাবলিক ডোমেইন ইমেজের জন্যে ভিন্টেজ বেস্ট।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – নো
৮০. উইকিমিডিয়া কমন্স

উইকিমিডিয়া কমন্স ক্রিয়েটিভ কমন এবং পাবলিক ডোমেইন ইমেজ অফার করে। তবে অ্যাট্রিবিউশন প্রয়োজনীয় আছে কিনা তা অবশ্যই চেক করে দেখবেন।
সার্চ – ইয়েস
কোয়ালিটি – হাই রেজ
মেম্বারশিপ রিকোয়ার্ড – নো
এট্রিবিউশন রিকোয়ার্ড – ভ্যারিজ
ডিসক্লেইমার : আমরা এই সাইট গুলো তাদের ক্লেম উপর ভিত্তি করে এনলিস্টেড করেছি এবং এই কনটেন্টগুলো পুনরায় ব্যবহার ইউজেযোগাস সম্পূর্ণ ফ্রি। তবে যথাযথ লাইসেন্সিং এবং কপিরাইট রেগুলেশন রেস্পন্সিবিলিটিজ সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি যদি নিশ্চিত না হন, আস্ক করুন! আপনি আমাদের রয়েলটি ফ্রি ডিজাইনের রিসোর্সের তালিকাগুলো দেখতে পারেন যাতে আইকন, টাইপোগ্রাফি এবং আরও অনেক কিছু রয়েছে !
আমরা কি কোন কিছু মিস করেছি? আমাদের জানান !