Basic Working Outline for GearLaunch by Mahedi Hasan

Share This Post

আসসালামু আলাইকুম।
সবাই নিশ্চয়ই ভালো আছেন।
এডমিন হিসেবে গ্রুপে আমার প্রথম পোষ্ট।

যারা গিয়ারলঞ্চের সাথে টি-শার্ট ব্যবসাকে কঠিন মনে করছেন বা গোলমাল লাগিয়ে ফেলেছেন তাদের জন্য এই পোষ্ট। কয়েকটি স্টেপ দিব আপনাদের। স্টেপগুলো একদম সহজ কিন্তু এগুলোর অনেক ইনসাইট রয়েছে। যেগুলো ধাপে ধাপে ক্লিয়ার করা হবে।

প্রথম কথা, ইন্টারনেটে কোন কিছু বিক্রির চিন্তা করা মানেই হচ্ছে আপনাকে মার্কেটিং শিখতে হবে। এর কোন বিকল্প নেই। এটা না শিখলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। এবং এটা কঠিন কিছুই না। দরকার অনুশীলন।

STEPS:
1. WHAT IS GEARLAUNCH? HOW DOES IT WORK?
2. DOMAIN SELECTION & STORE SETUP
3. UNDERSTANDING NICHE
4. NICHE RESEARCH
5. AUDIENCE RESEARCH
6. DESIGN RESEARCH
7. HOW TO DESIGN OR OUTSOURCE
8. COMPETITOR ANALYSIS & SEO
9. CAMPAIGN LAUNCH
10.A. FREE MARKETING
10.B. PAID MARKETING
11. AUTOMATION

এগুলো ধাপে ধাপে করতে হবে। আপনি প্রথমেই ১১ নাম্বারটায় যেতে পারবেন না। ধাপ অনেকগুলো হলেও সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু সহজ। একটি ধাপ আপনাকে একবার দেখালেই বুঝে যাবেন। gearlaunchbangladesh.com এই সাইটে প্রতিটি বিষয় বিস্তারিত দেয়া আছে।

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Product and Update
Features and updates

product idea

যারা Print On Demand এ ‘Hunting’ নিশ নিয়ে কাজ করেন, যারা ফ্রি মার্কেটিং করেন- ‘Hunting’ কতো প্রকারের আছে তা এই সাইট থেকে দেখে নিন। কাজে

Product and Update
Features and updates

White Tshirt Selling Update

২০২০ সালে GearLaunch সেলাররা ৬৭,০০০-এর অধিক সাদা টিশার্ট সেল করেছে! 👕 ২০২১ সালে অনলাইনে অরিজিনাল টি-শার্ট ডিজাইনের জন্য আনুমানিক মার্কেট সাইজ ধরা হয়েছে ৫১৬.৪ মিলিয়ন মার্কিন ডলার।