গ্রুপে আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে আপনি আপনার ব্র্যান্ড নাম এবং ডোমেইন সিলেক্ট করতে পারেনঃ
১। বেলাল ভাই এর ডোমেইন সিলেকশন ভিডিও তে নিচের ওয়েবসাইট গিয়ে আপনার নিস এর নাম দিয়ে সার্চ করলে প্রায় ৫০০+ .com ডোমেইন এর আইডিয়া পাবেন।http://www.leandomainsearch.com
২। আপনার নিস বা ব্র্যান্ড নামের প্রতিটি ওয়ার্ড এর কিছু কিছু অংশ নিয়ে একটা সুন্দর নাম সিলেক্ট করেতে পারেন। তারপর .com ডোমেইন খালি থাকলে নিয়ে নিতে পারেন। যেমনঃWant, Need & Love – Wanelo ব্র্যান্ড নামটা তারা পছন্দ করেছে।
৩। আপনার নিস এর নাম যদি ৩-৪ শব্দের হয় তাহলে ওয়ার্ড এর প্রথম অক্ষর গুলো নিয়ে নিচের ওয়েবসাইট গিয়ে সার্চ করলে অনেক ব্র্যান্ড নাম এর আইডিয়া পাবেন সাথে .com ডোমেইনটা পেয়ে গেলেন :)। যেমনঃ
Custom Design Online – cdo.com টা আপনি পাবেন না কিন্তু আপনি নিচের ওয়েবসাইট এ গিয়ে cdo লিখে সার্চ করলে অনেক অনেক সুন্দর নামের আইডিয়া পাবেন।http://www.leandomainsearch.com