গিয়ারলঞ্চ বাংলাদেশ group এর পথচলা খুব বেশি দিনের ছিল না । অল্প সময়ে আপনাদের রেস্পন্স চোখে পরার মত ছিল ।একসাথে কাজ করে অনেক দূর যাওয়ার প্রত্য়য় নিয়ে গত ২৫ নভেম্বর,২০১৬ আমাদের প্রথম মিট আপ এর দিন ধার্য করা হয়েছিল ।সবার সাথে দেখা হওয়া, কথা হওয়াটাই মুল উদ্দেশ্য । আইডিয়া শেয়ারিং, নলেজ গেদারিং, খানা দানা মাস্তি তো ছিলই
মিটআপ এ অংশগ্রহন করেন ২০০ ইন্টারনেট মারকেটার , ডিজাইনার ও অনলাইন প্রফেশনাল । বক্তব্য রাখেন দেশের সনামধন্য আইটি প্রফেশনাল, কর্পোরেট ব্যাক্তিত্ত এবং ইন্ডাস্ট্রি লিডার
S M Belal UddinCountry Manger, GearLaunch Digital Marketing strategist, Tech Nine কথা বলেন GearLaunch এর সুবিধা, brand development, features এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
Faheem Tanveer Ahmed , A Real Life Branding Guy.Chairman, Standing Committee for Digital Education, BASISManaging Director and CEO, Crossways IT Ltd.Former Business Head of SAPকথা বলেন Brand Development নিয়ে GearLaunch এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনি নিজের brand establish করতে পারবেন, তাউ আবার USA, EUROPE এর মত যায়গায়, তার উপর কোন রকম ঝামেলা ছারাই । Brand একটি asset এর মত, শুরুতে একটু কষ্ট হলেউ এর ফল ভোগ করতে পারবেন বছরের পর বছর Faheem Tanveer Ahmed কথা বলেন কিভাবে GearLaunch এর মাদ্ধমে আপনার barnd development করতে পারবেন সে বিষয়ে
QUAZI MONZURUL AZIZ, A Real Life Ideabaz designer,Creative Head – HAQUE GROUP Club Secretary – Dhaka AdClub Editor – Duranta (Children Newspaper)কথা বলেন ডিজাইন নিয়ে, উনার presentation এ একটি concept কে কিভাবে ডিজাইন এ পরিনত করবেন তা নিয়ে বিস্তারিত ধারনা পাবেন । কারন হক group এর last 5 years এর যত কাজ দেখবেন সব উনার করা ।GearLaunch এর বিজনেস এর প্রথম ধাপ হচ্ছে tshirt এর একটি ভাল ডিজাইন । টুলস এর ব্যবহার জানলেউ কম বেশি সবারই সমস্যা ” idea মাথায় আছে but প্রকাশ করতে পারছিনা “। QUAZI MONZURUL AZIZ design করার সব গুল ধাপ আপনাদের সামনে তুলে ধরবেন ।
Nahid Hasan,CEO and Founder of Bizcopeতিনি একজন SEO Expert কথা বলেন Search Engine Optimization এর মাদ্ধমে কিভাবে আপনার GearLaunch store এর t shirt সেল করতে পারবেন সে বেপারেGearLaunch এ কাজ করবেন আপনার নিজের ডোমেইন এ , তাই SEO করার বিরাট সুজগ রয়েছে যা অন্য কোথাও পাবেন না
Masudur Rashid Co-Founder & Internet Marketing Strategist of DevsTeamকথা বলেন ইমেইল মার্কেটিং নিয়ে । আপনি জানেন কি GearLaunch এ আপনার customer এর full ইমেইল list এর access পাবেন !যেহেতু business টা আপনার, আপনি আপনার বায়ারদের সকল data পাবেন । যেখানে পরবর্তীতে আপনি নতুন ডিজাইন, special offer, discount ইত্যাদি ইমেইল করতে পারবেন । তাছারা facebook এর custom audience creation তো আছেই ।
Mohammad AsifVideo Marketing Expert.টি শার্ট সেলিং এর উইনিক & তুলনামুলক কম competitive traffic method হচ্ছে Video Marketing. Free traffic হিসেবে এর কোনো জুড়ি নেই । Mohammad Asif কথা বলেন কিভাবে ভিডিও মার্কেটিং এর মাদ্ধমে আপনি আপনার Brand developing and ecom এ সেল বাড়াতে পারেন ।
Rayhan Hossain.Master of Facebook AdvertisementGearLaunch এ টি শার্ট সেল করার সবচেয়ে সেরা মাদ্ধম facebook ad. Perfect targeting এর মাদ্ধমে আপনার টি শার্টটি পৌঁছে দিতে পারেন কাঙ্খিত ক্রেতার কাছে ।Rayhan Hossain আমাদের সাথে শেয়ার করেন facebook advertisement এর খুটি নাটি and targeting এর exclusive tips and tricks
Tuhin Parvez.Internet marketer and dropshipping expert.ধ্যানে গ্যানে মার্কেটিং থাকলেউ personal developement নিয়ে অনেক ভাবেন & বিস্তর পরাশুনা করেন ।অনলাইনে যারা কাজ করেন তাদের অনেকেই money management, time management, self development এই ব্যাপার গুল মিস করে যান। Tuhin Parvez কথা বলবেন GearLaunch এ কাজ করার সাথে সাথে কিভাবে self improvement ও করা যায় তা নিয়ে । আর উনার পছন্দের বিষয় Marketing তো আছেই ।
Nazib Rafe DukeRadio jockey, Asian Radio FM 90.8Chief Operations Officer at RR Foundation Instituteকিছু মানুশের উপস্থাপনার অসাধারন ক্ষমতা থাকে । আমার দেখা তেমন মানুশ গুলোর মদ্ধে তিনি list এর একদম শুরুতে । পুরো ইভেন্টটি কে প্রানবন্ত করে চালিয়ে যাওয়ার গুরু দায়িত্ত পালন করেন Nazib Rafe Duke ভাই ।
Event Partner
Photography Partner