
আসসালামু আলাইকুম।
সবাই নিশ্চয়ই ভালো আছেন।
আজ আপনাদের GL এর একটি সুবিধা সম্পর্কে জানাচ্ছি। যদিও অনেকেই এটা ইতোমধ্যে ব্যবহার করছেন। বাংলাদেশে আমরা যারা টি-শার্ট বা ফ্যাশন এক্সেসরিজ মার্কেটিংয়ের সাথে জড়িত তারা প্রায় সবাই ফেসবুক এ্যাড দেই। বর্তমানে ফেসবুকে PPE এ্যাড সেল কনভার্ট হয়না বললেই চলে। তাহলে দিতে হচ্ছে CTW এবং WC এ্যাড। আমি কখনই ফেসবুক এ্যাড এর বিপক্ষে বলছি না, বরং এটাই আমার কাছে #১ এখন। কিন্তু...............
হ্যা, এখন বলছি, আপনি নিশ্চয়ই জানেন, গুগল কি 😛
#১ সার্চ ইঞ্জিন নিশ্চয়ই? হাহাহা
যাই হোক, গুগলের পরিসেবার একটি অংশ হচ্ছে গুগল শপিং।
ক্রেতারা কোন কিছু ক্রয়ের পূর্বে গুগলে সেই প্রোডাক্টটির খোঁজ করে। এটা বর্তমানে একটি স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে। এখন আপনি মনে করেন, ভ্যালেন্টাইনস ডে এর গিফ্ট ক্রয় করবেন। গুগলে সার্চ দিবেন। তাহলে বলুন, গুগল কি দেখাবে?
প্রথমেই সে গুগল শপিং প্রোডাক্ট রাখার চেস্টা করবে। তারপর বাদবাকি ওয়েবসাইট ব্লা ব্লা ব্লা। আর সেই রেজাল্টে যদি আপনার স্টোরের প্রোডাক্টটি থাকে? আর ডিজাইন যদি ভালো হয়? অর্থাৎ ব্যাটে বলে হিট করলে কি অবস্থা দাড়াবে আপনি চিন্তা করতে পারছেন? তাহলে আপনি গুগল শপিংয়ে আপনার প্রোডাক্ট লিস্টিং করবেন বা এ্যাড দিবেন কিভাবে?
আপনি ঠিকই ধরেছেন, শুধুমাত্র GL ই এই সুবিধা দিচ্ছে। আপনি আপনার নিজস্ব ওয়েবস্টোরের প্রোডাক্ট ফিড সরাসরি গুগল মার্চেন্ট একাউন্টে আপলোড করতে পারবেন। এর মাধ্যমে গুগল শপিং এ্যাড দিতে পারবেন। একবার লিস্ট হয়ে গেলে আপনি গুগল শপিংয়ে এ্যাড দিতে পারবেন এবং বোনাস হিসেবে থাকছে অর্গানিক ট্রাফিক। চিয়ার্স।
N:B: You can upload Product feed only from your verified webstore, google doesn't support Product feed from third party webstore.
Google Shopping : https://www.google.com/shopping
Google Shopping Automation : http://bit.ly/2kEvL3v