গিয়ারলঞ্চে স্টোরের জন্য অ্যাপ্লাই করার পর থেকে স্টোরটি আপনার হাতে পাওয়া পর্যন্ত বেশ কয়েকটি ধাপ কমপ্লিট করতে হয়। এবং জার জন্য কিছু সময় প্রয়োজন। অনেকেরি এই সময় এর ব্যাপারটা নিয়ে একটু অসুবিধা থাকায় আমাদের স্টোর এক্টিভেশনের কিছু আপডেট আনা হয়েছে। এতে আপনাদের সময় আগের থেকে অনেক কম লাগবে। কিছু কাজ আপনি নিজেই করে ফেলতে পারবেন যেই ধাপগুলো নিচে দেয়া হয়েছে। নিম্নক্তো ধাপগুলো কমপ্লিট করে আমাদের পেজে অবশ্যই মেসেজ করতে হবে পুরো প্রসেসটি কমপ্লিট করার জন্য।
• শুরুতে আপনি ব্রাউজারের একটি ট্যাবে আপনার জিমেইল লগিন করুন (যেই জিমেইল টি আপনি স্টোর লগিনের জন্য ব্যাবহার করতে চান)

• অতঃপর পাশের ট্যাবে গিয়ারলঞ্চ বাংলাদেশ ওয়েব সাইটে এ খুলে ফেলুন। তারপর GET STARTED বাটন এ ক্লিক করুন

• তারপর CREATE LOGIN ক্লিক করুন

• Create Login এ ক্লিক করার পর এই পেজ টি আসবে

• এই পেজ এর সব ইনফর্মেশন যথাযথ ভাবে করে Submit করুন।

• Submit করার পর এমন একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে DNS Settings Option টি পাওয়ার জন্য Click here এ ক্লিক করুন ।

• Click here এ ক্লিক করার পর এই পেজ টি আসবে।

• এইখানে আপনি আপনার Domain Provider ও Domain Name লিখে Submit বাটনে ক্লিক করুন।

• Submit করার পর বাম পাশ থেকে Settings অপশনে জাবেন। এখান থেকে DNS Settings এর তথ্যগুলি নেয়ার জন্য DNS Settings এ ক্লিক করুন।

• তারপর Check DNS Record এ ক্লিক করুন।

• Check DNS Record এ ক্লিক করার পর আপনাকে এই তথ্যগুলো দেয়া হবে। এইখান থেকে ইনফর্মেশন নিয়ে আপনার ডোমেইন অ্যাকাউন্ট এর Manage DNS অপশনে ইনপুট দিন।


• এখন আপনি আপনার ডোমেইনটি যেখান থেকে কিনেছেন সেই একাউন্টে লগিন করুন। উদাহরন সরূপ আমরা নেমচিপের একটি একাউন্ট দেখাচ্ছি। প্রথমে আপনার User Name এবং Password দিয়ে Login/Signin করুন।

• এবার Domain List থেকে আপনার স্টোরের ডোমেইনটি খুজে বের করুন।

• Manage এ ক্লিক করার পর এই পেজ টি আসবে। তারপর ডোমেইন এ ক্লিক করুন।


• ডোমেইন এ ক্লিক করার পর এই পেজ টি আসবে। এইখানে Nameserber সব সময় Namecheap BasicDNS দিবেন। তারপর Redirect Domain এ যা থাকবে তা ডিলিট করে দিবেন। Redirect Email এ মার্ক করা যেভাবে সেভাবে Email টি সেট করবেন। এই এর কাজ এতটুকুই।

• Domain এর কাজ এর পর Advanced DNS অপশনটি Select করুন।

• Advanced DNS এ যাওয়ার পর নিচের ছবি গুলো যে রকম আছে সে ভাবে করবেন। তারপর Save All দিন। Email Settings টি Email Forwarding করে দিন।



সেটিংস গুলো সেভ করে আমাদের গিয়ারলঞ্চ বাংলাদেশ পেজে ইনবক্সে আপনার ডোমেইন নেম এবং জিমেইল অ্যাড্রেস টি মেসেজ করুন। এর পরবর্তী নির্দেশনা পেজ থেকেই জানিয়ে দেয়া হবে।