আপনারা যারা কাজ করতে চাচ্ছেন কিন্তু master card না থাকাতে ডোমেইন কিনতে পারছেন না তাদেরকে texort থেকে বিনামূল্যে হেল্প করা হয় ডোমেইন কেনার জন্য।
প্রসেস টা ছিল বিকাশে পেমেন্ট করলে আমার নেইমচিপ একাউন্ট থেকে ডোমেইন টা কিনে দেয়া হয়। কিন্তু এর ফলে কিছু সমস্যা বেশ কিছুদিন ধরে ফেইস করে আসছিলাম –
১ রিনিউ করা – যেহেতু রিনিউএর সময় আমি মেইল পাই এবং খেয়াল করা হয় না তাই অনেকেই ডোমেইন অন টাইমে চাইলেউ রিনিউ করতে পারে না।
২ ডোমেইন ট্রান্সফার – অনেকেই চায় তার ডোমেইন টি তার কাছেই থাক, তাই পরবর্তী তে ট্রান্সফার করে নিতে চায়, যেহেতু ট্রান্সফার করার ব্যাপার টা অনেকে বুঝে না এবং এটা বুঝিয়ে বলা আমাদের কাজ না, তাই ডোমেইনের এক্সেস পাচ্ছে না।
৩ ডি এন এস অথবা ডোমেইন সেট আপ এর প্রয়জনে ডোমেইনে লগ ইন দরকার হয়, যেহেতু আমার নেইমচিপে তাই লগ ইন ও দেয়া সম্ভব হয় না তাই সেটিং এ আমাদের সাহায্য লাগে
৪ বিভিন্ন ধরনের কমুনিকেশন, কথা বলা, কোন দেরি হলে মাঝে মাঝে গালিও শুনতে হয়
৫ আবার বিকাশে পেমেন্ট করে লোকাল প্রভাইডার থেকে ডোমেইন কিনবেন সেটাউ প্রেফার করিনা কারন আমাদের স্টোর সেটিং এ যে জিনিস গুলো লাগে তা বেশিরভাগ লোকাল প্রভাইডারের ই থাকে না
সব কিছু বিবেচনা করে অনেক কাঠখড় পুরিয়ে আপনাদের জন্য texort.com থেকে একটি সলুশন নিয়ে এসেছি যেখানে আপ্নি বিকাশ রকেট শিওরক্যাশ সহ সব গুলো পেমেন্ট সিস্টেম দিয়ে নিজের একাউন্ট থেকে নিজের নামে ডোমেইন কিনতে পারবেন, যেহেতু এক্সেস পাচ্ছেন তাই নিজেই সেটিং করে নিতে পারবেন নিজের ডোমেইন + রিনিউ করতে পারবেন । আর texort এর ডোমেইন এর gearlaunch এর সেটিং সাপোর্ট করে তাই ঝামেলা মুক্ত।
আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে ডোমেইন কিনবেন। আগামিকাল দেখাবো কিভাবে নিজের একাউন্ট এ ডোমেইন ট্রান্সফার করে নিবেন।
ভিসিট করুন – domain.texort.com
ধন্যবাদ