How to Verify Property at Google Search Console

Share This Post

Step 1: একটি ট্যাবে আপনার স্টোরের এডমিন পেনেল থেকে সেটিংস অপশনে যাবেন।

SC1

Step 2: অন্য একটি ট্যাবে গুগোল সার্চ কনসোল ওপেন করবেন যেখানে Site Url নামের যেই বক্স টা আছে সেখানে আপনার স্টোর ডোমেইন অ্যাড্রেস লিখে Add Property তে ক্লিক করুন।

SC 2A

Step 3: এর পরেই এই পেজ দেখাবে আপনাকে। যেখান থেকে আপনি HTML tag অপশনটিতে ক্লিক করবেন। আপনাকে একটি কোড দেয়া হবে।

SC3

Step 4: HTML tag যেই কোডটি আপনি পাবেন সেটা দেখতে এমন হবে। পুরোটা কপি করবেন না। নিচের চিত্রের মত শুধু ইনভারটেড কমা এর ভিতরের কোড টি কপি করবেন।

SC4

Step 5: সার্চ কনসোল থেকে যেই কোডটি পেয়েছেন সেটা আপনাকে বসাতে হবে এই জায়গায়। নিচের চিত্র দুটি দেখুন। বসানো হয়ে গেলে টিক মার্কটিতে ক্লিক করুন।

SC2
SC5

Step 5: স্টোরে কোডটি সেভ করার পরে আপনি আবার সার্চ কনসোল অপশনে এসে ভেরিফাই ক্লিক করে দিবেন।

SC6

Step 6: যদি ঠিক থাকে সাথে সাথেই ভেরিফাইড দেখাবে। এখন Go To Property তে ক্লিক করে আপনার সার্চ কনসোল ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন।

SC7

যেহেতু নতুন আপডেটে সার্চ কনসোলের ড্যাশবোর্ডের ইন্টারফেস পরিবর্তন হয়েছে আপনি Go To The Old Version ক্লিক করে আগের ভার্শন টাতে যেতে পারবেন। অনেকের হয়ত তাতে পরবর্তী সেটিংস  এ শুবিধা হতে পারে।

SC8

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা