New Font integrated in Personalization option

Share This Post

🎯🎯🎯 ১৬ টি নতুন ফন্ট পার্সোনালাইজেশন অপশনে

📌গত সপ্তাহে আমরা একটা ইন্টার্নাল জরিপ চালাই যার উদ্দেশ্য ছিল কোন কোন ফন্ট আপনারা বেশি ইউজ করছেন তা বের করা।যারা ইমেইল পেয়েছেন এবং জরিপে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ।


🏆🏆 আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী 16 টি নতুন “ফন্ট বান্ডেল ” পার্সোনালাইজেশন অপশনটিতে এড করা হয়েছে।

যারা জানেন না এটা কি, তাদের জন্য বলা
এটি হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে কাস্টমার চাইলে ডিজাইনের মধ্যে তার নিজের লেখা ইনপুট দিতে পারবে।

আপনি যখন স্টোরে ডিজাইন আপলোড করছেন তখন কনভার্ট টু পার্সোনালাইজেশন ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করলে অটোমেটিক ক্যাম্পের মধ্যে এই অপশনটি চলে আসবে।
কাস্টমার টেক্সট বক্সে ক্লিক করলে তার নিজস্ব টেক্সট ডিজাইন এর উপর বসাতে পারবে।
কাস্টমার মোবাইল থেকে ভিজিট করলে ক্লিক টু পার্সোনালাইজড এই বাটনে ক্লিক করলে অটোমেটিক কিবোর্ড চলে আসবে এবং সে লিখতে পারবে ৷

মাল্টিপল টেক্সট বক্স – আপনি সর্বোচ্চ পাঁচটি টেক্সট বক্স একটি ডিজাইনের করতে পারবেন। তার মানে কাস্টমার ৫ লাইনে নিজের মনের মাধুরি মিশিয়ে কাস্টম ডিজাইন করতে পারবে।

From #GearLaunch with ❤️❤️

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা