NEW VIDEO TOOLS FOR FACEBOOK MARKETING

Share This Post

ফেসবুক মার্কেটিং এর জন্যে নিউ ভিডিও টুলস

ফেসবুক প্রতিনিয়তই তাদের প্লাটফর্মকে পরিবর্তন ও আপডেট করে চলছে। তাই এখন আগের তুলনায় বিজনেসগুলোর তাদের কম্যুনিটি এনগেজমেন্ট জন্যে অনেক বেশি নতুন নতুন উপায়ের প্রয়োজন হচ্ছে। ফেসবুক প্রতিষ্টাতা মার্ক জুকারবার্গ সম্প্রতি বেশ কয়েকটি নতুন ফিচার অ্যাড করার কথা ঘোষণা দিয়েছেন যা খুব দ্রুতই কার্যকর হবে। তাই নতুন এই টুলস গুলো সম্পর্কে আপনার জানা এখন খুব দরকার।

ফেসবুক মেসেঞ্জার রুম

বিভিন্ন বিজনেস কলিং এপপ্স এর উপর ভিত্তি করে ফেসবুক মেসেন্জার রুম মডেল করা হয়েছে। এটি আপনার ফেসবুক, ইন্সট্রাগ্রাম ফলোয়ার এবং হোয়াটস্যাপ কন্টাক্টসদের নিয়ে একটি ভার্চুয়াল ইভেন্ট হোস্ট করার অন্যতম একটি নতুন এবং সহজ উপায়। 


এই ফিচার এর মাধ্যমে একসাথে ৫০ জন কোনো টাইম লিমিটেশন ছাড়াই মিটিং করতে পারবেন। যখন আপনি একটি মেসেঞ্জার রুম সেটআপ করবেন তখন আপনার ফ্রেন্ডস এবং ফলোয়াররা একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তখন তারা জয়েন করতে পারবেন।

6 10

এই নতুন ফিচারটির সুবিধাগুলির মধ্যে একটি অন্যতম সুবিধা হ’ল টুলসটি ব্যবহার করতে আপনার কোনও ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকতে হবে না। লিঙ্কের মাধ্যমে যে কেউ চাইলে জয়েন করতে পারবেন।

এখনো রুম এর সেটিংস এর বিষয়টি নিয়ে ফেসবুক আপডেট এর কাজ করছে , ধীরে ধীরে এটি আউট অফ আপডেট করা হবে তবে অবশ্য এখনো প্রাইভেসি প্রটেকশন এভেইলেবল রয়েছে। রুম ক্রিয়েটর চাইলে লক বা আনলক এর মাধ্যমে পুরো বিষয়টি কন্ট্রোল করতে পারবেন। একটি আনলক মেসেঞ্জার রুমে যে কেউ চাইলে জয়েন হতে পারেন লিঙ্কের মাধ্যমে এবং শেয়ারও করতে পারেন।

মার্কেটার এবং বিজনেস এর জন্য এটা কি মানে বহন করে ?

এই ফিচারটি আপনাকে আপনার অডিয়েন্স এর মধ্যে একটি পার্সোনাল টাচ তৈরি করতে সহায়তা করবে। এর মাধ্যমে আপনার অডিয়েন্স এর সাথে একটি মিনিংফুল কানেকশন তৈরি করার জন্যে একটা দুর্দান্ত সুযোগ। কিন্তু দুর্ভাগ্যক্রমে, এটি আপনি এখন আপনার পেজ বা বিজনেস এর নামে সেটআপ করতে পারবেননা শুধু প্রোফাইল এর মাধ্যমেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। 

এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়া কনটেন্ট টাইপ গুলো হলো –

  • শিক্ষামূলক যে কোনো কিছু 
  • বিনোদন মূলক 
  • টিউটোরিয়ালস 

আপনি যদি ম্যাসেন্জার রুম ব্যবহার করেন তাহলে অবশ্যই ভ্যালু প্রোভাইড করার ক্ষেত্রে ক্রিয়েটিভ হন। আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে একটি রুম হোস্ট করতে পারেন আর্ট টেকনিক শিখানোর বিষয়ে, আপনি যদি মিউজিশিয়ান হয়ে হয়ে থাকেন আপনি একটি লাইভ কনসার্ট হোস্ট করতে পারেন। অডিয়েন্স এর সাথে কানেকশন তৈরি করা ও ভ্যালু প্রোভাইড করা মার্কেটিং এর অনেক বড় একটি পার্ট। আপনার প্রোভাইডেড ভ্যালু এবং আপনার প্রোডাক্ট পছন্দ করেন এমন গ্রাহকরা যদি একবার আপনার রেভিং ফ্যানস হয়ে যান সেক্ষেত্রে খুবই সহজে তাদের রিটার্নিং অডিয়েন্স এ কনভার্ট করে ফেলতে পারবেন।

লাইভ ফেসবুক ইভেন্টগুলিতে অ্যাক্সেসের জন্য একটি ফী চার্জ করুন

আপকামিং ফিচার গুলোর মধ্যে অন্যতম একটি ফিচার হলো ভার্চুয়াল লাইভ ইভেন্ট এবং লাইভ ফিড গুলোতে চার্জ করার সুবিধা। ছোট বিজনেস না ক্রিয়েটরস দের জন্যে এটি অনেক বড় ভ্যালু অ্যাড করবে। আপনি যখন কোনও ইভেন্ট সেট আপ করেন, আপনার মেসেন্জার রুম বা ফেসবুক লাইভ ইভেন্টস এ যোগ দিতে আপনি একটি ফী নির্ধারণ করে দিতে পারবেন আপনার অডিয়েন্সদের জন্যে।

7 8

মার্কেটার এবং বিজনেস এর জন্য এটা কি মানে বহন করে ?

যদিও মাঝে মাঝে ভ্যালুয়েবল কনটেন্ট ফ্রীতে প্রোভাইড করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এই ফিচার এর মাধ্যমে চাইলেই একজন আর্টিস্ট বা ছোট বিজনেস গুলো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাই অল্প ফী এর মাধ্যমে একটি স্ট্রং শিক্ষামূলক ইভেন্ট বা বিনোদনমূলক ইভেন্ট অফার করতেই পারেন।

আপকামিং সপ্তাহগুলোতে আপনি আপনার ডেস্কটপ ইন্সট্রাগ্রাম লাইভ স্ট্রিমিং উপর চোখ রাখতে পারেন কারণ ভিডিও কনটেন্ট এখন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি এই বিষয়টি আপনার মার্কেটিং স্ট্রাটিজিতেও রাখতে পারেন।

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Product and Update
Features and updates

product idea

যারা Print On Demand এ ‘Hunting’ নিশ নিয়ে কাজ করেন, যারা ফ্রি মার্কেটিং করেন- ‘Hunting’ কতো প্রকারের আছে তা এই সাইট থেকে দেখে নিন। কাজে

Product and Update
Features and updates

White Tshirt Selling Update

২০২০ সালে GearLaunch সেলাররা ৬৭,০০০-এর অধিক সাদা টিশার্ট সেল করেছে! 👕 ২০২১ সালে অনলাইনে অরিজিনাল টি-শার্ট ডিজাইনের জন্য আনুমানিক মার্কেট সাইজ ধরা হয়েছে ৫১৬.৪ মিলিয়ন মার্কিন ডলার।