SEO FOR PRODUCT DESCRIPTIONS

Share This Post

এসইও ফর প্রোডাক্ট  ডেসক্রিপশন

অনলাইন এ মিলিয়ন অফ স্টোর রয়েছে আর এই স্টোরগুলো দাঁড়িয়ে আছে তাদের কাজ আর স্ট্রাটেজি এর মাধ্যমে। যদি আপনাকে কেউ খুঁজে না পায় তাহলে তারা আপনার স্টোর এর জন্য ভালো কিছু করতে পারবেনা। তাই আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন এমন হতে হবে যার মাধ্যমে আপনি সেল করতে পারবেন। অনেক  ই -কমার্স  বিজনেস  রয়েছে যারা বুঝে যে তাদের প্রোডাক্ট পেজ টা  অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তারপর তারা এসইও  বা অপ্টিমাইজ এর জন্য টাইম দিচ্ছে না।  

এই আর্টিকেলে  ৪ টা ইজি ওয়ে দেখবো যার মাধ্যমে আপনি এসইও  এর জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন্স অপ্টিমাইজ করতে পারেন।

সঠিক কীওয়ার্ড  টার্গেট করা

সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের পেইজগুলোকে এমনভাবে বুঝাতে হবে যেন ইন্টারনেট সার্চকারীরা আপনার ষ্টোর খুজে পায়। সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনে সঠিক কীওয়ার্ড টার্গেট করে দেয়া।

আপনি যখন রিসার্চ করবেন,তখন যেসব বিষয় মাথায় রাখতে হবেঃ

  • কীওয়ার্ড ডিফিকাল্টি ((কতটা কঠিন নির্দিষ্ট কীওয়ার্ড বা কীওয়ার্ড বাক্যাংশের জন্য র‍্যাঙ্ক করা)
  • ভলিউম সার্চ করা (কত লোক আপনার কীওয়ার্ড সার্চ করছে)
  • লং-টেইল কীওয়ার্ড (মানুষ লং ফ্রেইজ সাথে ভিন্ন ওয়ার্ড সার্চ করা)
  • রিলেটেড টার্মস (সম্পর্কিত বিষয় যা কন্টেন্ট এ ব্যবহার করা যায়)

সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অনলাইন টুল ব্যবহার করে কীওয়ার্ড রিসার্চ করা। সেমরাশ  বা উবারসাজেস্ট এর মতো টুলস আছে যা আপনার কীওয়ার্ড রিসার্চের তালিকা ছোট করতে সাহায্য করবে এবং আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট ডেসক্রিপশন ও অন্যান্য পেইজের জন্য যেটা ভাল সেখানে ফোকাস করতে পারবেন। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেশীরভাগ লং-টেইল কীওয়ার্ডগুলো অনলাইনে র‍্যাঙ্ক করা সহজ। কীওয়ার্ড সিলেকশনে এমন ব্যালেন্স করবেন যাতে খুব বড় আবার খুব ছোটও না।

স্ট্যাটিজিক কী ওয়ার্ড প্লেসমেন্ট

আপনার কীওয়ার্ড যখন নির্ধারিত হবে,ইহা খবুই গুরুত্বপুর্ণ যে সেগুলোকে স্ট্যার্টিজিক্যালি কন্টেন্ট এ প্লেসমেন্ট করা। হয়তো আপনি কীওয়ার্ড স্টাফিং  করতে নাও চাইতে পারেন(কীওয়ার্ডগুলির ওভারউইজ)। এটি অনলাইন র‍্যাঙ্কিংইয়ের পক্ষে খারাপ এবং আপনার ওয়েবসাইটকে হার্ট করতে পারে।

কীওয়ার্ড যেখানে প্লেস করবেনঃ

  • ইউআরএল একবার কিওয়ার্ড ব্যবহার করবেন।
  • প্রোডাক্ট ডেসক্রিপশনে এক অথবা দুইবার কিওয়ার্ড ব্যবহার করবেন।
  • অল্ট্যার ট্যাগ এ একবার(যেগুলো আপনার ইমেজে ট্যাগ হয়) কিওয়ার্ড ব্যবহার করবেন ।
  • মেটা ডেসক্রিপশন এ একবার কিওয়ার্ড ব্যবহার করবেন।
  • প্রোডাক্ট ডেসক্রিপশন টাইটেল এ একবার প্রোডাক্ট কিওয়ার্ড ব্যবহার করবেন ।

সার্চইঞ্জিনের মাধ্যমে পসিবল প্যানালাইজেশন  এবং ওভারইউজ এড়াতে পারেন টার্গেট কীওয়ার্ডে স্লাইট ভেরিয়েশন ইউজ করে। কীওয়ার্ডগুলিকে আপনার ডেসক্রিপশন এর জন্য কপি করার সাথে সাথে মনে রাখাটাও গুরুত্বপূর্ণ, ,তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি এখনও আপনার গ্রাহকদের জন্য লিখছেন, কেবল বটের জন্য নয়।

প্রোডাক্ট ডেসক্রিপশন টাইটেল

আপনার টাইটেলকে ফ্যান্সি করতে যাবেন না। অতিরিক্ত সুনির্দিষ্ট এবং খুব বিস্তৃত কথাগুলো খুজে বের করুন। আপনার অনলাইন প্রোডাক্ট ডেসক্রিপশনএ ব্যবহৃত কীওয়ার্ডগুলো র‍্যাঙ্কিংইয়ের চাবিকাঠি হিসেবে কাজ করবে। তাই খুব সহজ রাখবার চেষ্টা করুন।

প্রোডাক্ট ডেসক্রিপশন

ডেসক্রিপশন এর মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। আপনার সার্চ থেকে কিছু রিলেটেড কিওয়ার্ড টার্ম ইউজ করতে পারেন  এবং বডি কপিতে আপনার কাস্টমার কে আপনার প্রোডাক্ট  সম্পর্কে জানানোর জন্য আকর্ষণীয় কিছু নিয়ে আসতে পারেন। এসইও মাথায় রেখে কাজ করা যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক তেমনি প্রোডাক্ট ডেসক্রিপশনে সেল নিয়ে লেখা ততটুকু  গুরুত্বপূর্ণ।

অল্টার ট্যাগ ফর ইমেজ 

নতুন বিজনেস  ওনার প্রায়ই অল্টার  ট্যাগগুলো ব্যবহার করতে ভুলে যায় বা ওভারলুক করে যায়। কিন্তু তারা আপনার কিওয়ার্ডগুলি আরও স্ট্র্যাটেজিকালি ব্যবহার করার সুযোগ করে দেয়। অল্টার ট্যাগ এর মাধ্যমে ইনফরমেশন দেয়া যায় কারণ সার্চ ইঞ্জিন আপনার ইমেজ দেখতে পারেনা। আপনার অল্টার ট্যাগ এ  কিওয়ার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার সাইট কে প্রপারলি ইনডেক্স করতে পারে।

মেটা ডেসক্রিপশন

বিজনেস  ওনার্সদের জন্য আরেকটি ওভারলুক অপর্চুনিটি হলো মেটা ডেসক্রিপশন। এখানে ১৬০ ক্যারেক্টার আপনার পেজ কে স্নিপেট ডিস্ ক্রাইভ করে যা সার্চ ইঞ্জিন এর মাধ্যমে দেখানো হয় ইন্টারনেট সার্চকারীদের। মেটা ডেসক্রিপশন ডিরেক্টলি আপনার র‌্যাঙ্কিংকে এফেক্ট করে না কিন্তু এটি ক্লিক -থ্রো রেট কে এফেক্ট করে। এটি পটেনশিয়াল কাস্টমারদের  আপনার পেজ এর জন্য একটি শর্ট এবং কম্পেলিং ডেসক্রিপশন দিবে এবং আপনার টার্গেট কিওয়ার্ডগুলোকে অন্তর্ভুক্ত করবে। 

সুতরাং কিভাবে এটি  সাহায্য করে? গুগল আপনার মেটা ডেসক্রিপশন এর ওয়ার্ড গুলো কে হাইলাইট করে ব্যবহারকারীদের সাহায্য করে থাকে তারা যা সার্চ করছে তা খুঁজে পেতে, আর এই ওয়ার্ড গুলো হচ্ছে আপনার  কিওয়ার্ড যা আপনি আপনার পেজ এর জন্য ব্যবহার করেছিলেন।

helloquence 5fnmwej4taa unsplash 1 1

কখনই আপনার ডেসক্রিপশন ডুপ্লিকেট করবেন না

আপনার রিসার্চ এবং কিওয়ার্ড গুলো সঠিক ভাবে বসানোর পর এখন সময় হচ্ছে আপনার কনটেন্ট এর ফাইননেস করা। আপনার সাইট এর প্রত্যেকটি প্রোডাক্ট এর জন্য ইউনিক প্রোডাক্ট ডেসক্রিপশন এবং স্পষ্ট ও  সংক্ষিপ্ত সিটিএ ( কল-টু-অ্যাকশন) করতে পারেন।  অনেক নতুন ই -কমার্স বিজনেস  রয়েছে যারা এই ভুলটি করে থাকে যে তারা প্রতিটি প্রোডাক্ট এর সেম ডেসক্রিপশন দিয়ে থাকে। এটি সার্চ ইঞ্জিন কে  কনফিউজ করে  এবং তারা আপনার সাইটিকে  প্রপারলি ইনডেক্স করেনা এবং সকল পেজের ড্রাইভ ভিসিবিলিটি ডাউন থাকে। 

এটি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন সহ একটি ইস্যু তৈরি করে যার মানে হল একই কিওয়ার্ডের জন্য আপনাকে দুটি বা আরও বেশি পেজ কে কমপিট্ করতে হবে। আপনি যদি প্রতিটি প্রোডাক্ট এর জন্য ডিফারেন্ট কিওয়ার্ড ব্যবহার করেন তাহলেই এটা সহজে এভোইড করা যায়।

গুগল এ্যানালিটিক ইউজ করা

এসইও এর একটি বড় পার্ট জুড়ে রয়েছে আপনার ট্রাফিক এবং আপনার অডিয়েন্স। গুগল অ্যানালিটিক্স একটি ফ্রি টুল, যা ই- কমার্স বিজনেস  ওনার ট্র্যাফিক ট্র্যাক করতে, গোল সেট করতে, ইউজার বিহেভিয়র এবং আরও অনেক কিছু ট্র্যাক করতে ব্যবহার করে থাকে। গুগল তাদের অ্যানালিটিক্স একাডেমির মাধ্যমে ফ্রি কোর্স এবং ট্রেনিং দিচ্ছে যা আপনাকে আপনার সাইট সম্পর্কে বোঝার এবং অনলাইন ভিসিবিলিটি ইমপ্রোভ করতে সহায়তা করে।

আপনার অনলাইন স্টোরটিকে আজই অপ্টিমাইজ করুন!

আপনি প্রথম যখন এসইও শুরু করবেন তখন এটা কিছুটা ওভারওয়েলমিং হতে পারে কিন্তু এটা আপনার মার্কেটিং স্ট্রাটেজির পার্ট হওয়া জরুরী। উপরের লিস্ট এ যে বেসিক ধারণা দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনি আপনার অনলাইন ট্রাফিক এবং সেল বুস্ট করতে পারবেন। এটি সামান্য কাজ লাগে তবে এসইও আপনার ইকমার্স বিজনেস  এর জন্য একটি বিশাল পার্থক্য আনতে পারে।

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা