
আসসালামু আলাইকুম
একটা ছোট ফেসবুক টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য।
জানিনা অনেকে জানেন কিনা বা খেয়াল করেছেন কিনা আপনার পার্সোনাল প্রোফাইল এর যেকোনো পোস্ট বা স্ট্যাটাস তাদেরকেই আগে দেখায় যাদের সাথে আপনি রিসেন্টলি কন্টাক্ট করছেন হোক সেইটা মেসেজ বা তাদের প্রোফাইল এ গিয়ে এনগেজমেন্ট এর মাধ্যমে। তাই টিপস হচ্ছে বেসি বেসি আপনার ফেক বা মার্কেটিং প্রোফাইল এর ফলোয়ার বা ফ্রেন্ড লিস্ট এর সাথে রেগুলার কন্টাক্ট রাখুন হোক সেটা ইনবক্সে হায় হেলো বা তাদের পোস্ট এ এনগেজমেন্ট (স্প্যাম বা বিরক্তিকর কিছু করবেননা) তাহলে অটম্যেটিকালি দেখবেন আপনার পোস্ট এর রিচ বেরে যাচ্ছে এবং এনগেজমেন্ট ও বারছে। তাই কাজে লাগিয়ে নিন বিষয়টি। হ্যাপি মার্কেটিং।
বিদ্রঃ ফলাফল পরিবর্তিত হতেই পারে এবং এটা সুধুই আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।