
যারা অনেকদিন ধরে টি-বিজনেসে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের জন্যই এই পোষ্ট। আপনারা জেনে গিয়েছেন গিয়ারলঞ্চ বেশি কিছু নতুন প্রোডাক্ট এনেছে। আপনারা সেগুলো নিয়ে কাজ করবেন।
১। যেকোন একটি নিশ নেন। নিশ রিসার্স নিয়ে গ্রুপে পোষ্ট রয়েছে।
২। সেই নিশের উইনিং ডিজাইনগুলো খুঁজে বের করুন। এক্ষেত্রে, Wanelo, Google Image, Pinterest, Facebook Search এর সহায়তা নিতে পারেন।
৩। এবার ডিজাইনগুলো কিছু মডিফাই করে যে প্রোডাক্টের সাথে ভালো মানাবে [টি-শার্ট ছাড়া] সেটাতে আপলোড করে দিন।
৪। মার্কেটিং আরম্ভ করে দিন।
৫। ক্রিয়েটিভিটি দেখানোর অনেক সময় পাবেন, এখন টু-পাইস কামিয়ে পেইডে চলে আসেন।
কোন সমস্যা হলে S.M.Belal ভাইকে ট্যাগ করুন
আবারো বলছি যারা নতুন এটা তাদের জন্য। এক্সপার্টরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।