Tips for Beginners By Mahedi Hasan

Share This Post

tips

যারা অনেকদিন ধরে টি-বিজনেসে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের জন্যই এই পোষ্ট। আপনারা জেনে গিয়েছেন গিয়ারলঞ্চ বেশি কিছু নতুন প্রোডাক্ট এনেছে। আপনারা সেগুলো নিয়ে কাজ করবেন।

১। যেকোন একটি নিশ নেন। নিশ রিসার্স নিয়ে গ্রুপে পোষ্ট রয়েছে।
২। সেই নিশের উইনিং ডিজাইনগুলো খুঁজে বের করুন। এক্ষেত্রে, Wanelo, Google Image, Pinterest, Facebook Search এর সহায়তা নিতে পারেন।
৩। এবার ডিজাইনগুলো কিছু মডিফাই করে যে প্রোডাক্টের সাথে ভালো মানাবে [টি-শার্ট ছাড়া] সেটাতে আপলোড করে দিন।
৪। মার্কেটিং আরম্ভ করে দিন।
৫। ক্রিয়েটিভিটি দেখানোর অনেক সময় পাবেন, এখন টু-পাইস কামিয়ে পেইডে চলে আসেন।

কোন সমস্যা হলে S.M.Belal ভাইকে ট্যাগ করুন

আবারো বলছি যারা নতুন এটা তাদের জন্য। এক্সপার্টরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।​

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা