TRAIN THE TRAINER

gearlunch bangladesh logo

train the trainer

বাংলাদেশে অনেকেই প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করে থাকেন। কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের উপরে সলো কোন কোর্স না থাকায় অনেকেই কিছুটা সমস্যায় পরে জায় শুরুতে। গিয়ারলঞ্ছ বাংলাদেশ এর পক্ষ কয়েকটা সিক্রেট গ্রুপের মাদ্ধমে বিগিনার থেকে এডভান্স লেভেলে সাপোর্ট দেয়া হলেও অনেকের প্রশ্ন থাকে যে আমরা কোর্স করাই কিনা বা এরকম কোন সুযোগ আছে কিনা।উত্তর: গিয়ারলঞ্চ বাংলাদেশ হচ্ছে একটি কমিউনিটি এবং আমাদের কনো ট্রেইনিং সেন্টার নেই বিধায় আমরা প্রত্তক্ষ ভাবে এটা করিনা। আমরা মনে করি প্রিন্ট অন ডিমান্ড খুব ভালো একটি স্কোপ অনলাইন আর্নিং এর জন্য । এবং এর জন্য আলাদা সলো কোর্স থাকা উচিত । কিন্তু এখন পর্যন্ত সেই সুযোগ টা কোন ট্রেইনিং ইন্সটিটিউট দিচ্ছেনা। যেখান থেকে সবার সুবিধার কথা চিন্তা করে আনা হয়েছে Train The Trainer প্রোগ্রামটি।

বাংলাদেশে অনলাইন আর্নিং এর উপর বিভিন্ন কোর্স থাকলেও  প্রিন্ট অন ডিমান্ড এর উপর  কোন কোর্স নেই।

handshake

আপনারা যেনে খুশি হবেন আমরা গিয়ারলঞ্চ বাংলাদেশ থেকে Train The Trainer নামে একটি প্রজেক্ট চালু করেছি । বাংলাদেশের নামকরা ৪ টি ট্রেইনিং ইন্সটিটিউটের সাথে আমরা পার্টনারশিপ করেছি যেখানে আপনারা হাতে কলমে প্রিন্ট অন ডিমান্ডের উপর ট্রেইনিং নিতে পারবেন । যারা ট্রেইনার থাকবেন তাদের আমরা সরাসরি গাইড করবো । কোর্সের ম্যাটেরিয়াল আমরা নিজেরা প্রোভাইড করবো এবং কোর্সের কোয়ালিটি আমরা ভ্যারিফাই করবো ।

ট্রেইনিং ইন্সিটিউট গুলোর ইনহাউস ট্রেইনার ছাড়াও ক্লাস নিবেন গিয়ারলঞ্চ বাংলাদেশের সাকসেসফুল সেলার, এডমিন এবং মডারেটর বৃন্দ।

আমরা বিশ্বাস করি এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে প্রিন্ট অন ডিমান্ড এবং গ্লোবাল ই কমার্সের একটি বিপ্লব ঘটবে । আপনাদের সুবিধার্থে GearLaunch Bangladesh পুরোদমে কাজ করে যাচ্ছে । আমাদের সাথেই থাকুন ।

​​

গিয়ারলঞ্চ বাংলাদেশ আয়োজিত বুটক্যাম্প মিট-আপ ২০১৮ তে বাংলাদেশের নামকরা ৪ টি ট্রেইনিং ইন্সটিটিউটের প্রতিনিধিরা উপস্থিত থেকে পার্টনারশিপ এগ্রিমেন্ট পেপারে সাইন করেন।

MAKEUP 20180907222222 save1

Independent – IT

IMG 0857

Creative IT Institute

IMG 0885

Pondits

IMG 0865

UY Lab

 

Training Institutes

 

Independent – IT

 

Creative IT Institute

 

Pondits

 

UY Lab

 

© 2018 GearLaunch Bangladesh