How to calculate your profit

Share This Post

এখন থেকে প্রফিট কিভাবে হিসেব করবেন তার বিস্তারিত।

১৫ই জুন (আমেরিকান সময়) GearLaunch-এর ঘোষণায়, সবগুলো আইটেমে ছাড় দিয়ে আমরা নতুন প্রাইস লিস্ট অফিসিয়ালি আপডেট করেছি। এই পোস্টে এখন থেকে প্রফিট কিভাবে হিসেব হবে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

১৫ই জুন থেকে আমরা নিচের ফর্মুলা অনুসারে প্রফিট হিসেব করবঃ

নেট লাভ = [বিক্রয় মূল্য – বেস ব্যয় (Base Cost)] – প্রসেসিং ফি

সূত্র মতে দেখা যাচ্ছে যে, নেট লাভের একটি অংশ প্রসেসিং ফিয়ের জন্য ব্যবহৃত হবে। POD ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশেষত এবং সাধারণত ই-কমার্সের ক্ষেত্রে, ক্রেডিট কার্ড প্রসেসিং, জালিয়াতি সুরক্ষা ইত্যাদির জন্য আমাদেরকে আসলে তৃতীয় পক্ষকে একটা ফি দিতে হয়, তাই এই প্রসেসিং ফি টা আমরা এড করতে বাধ্য হিয়েছি। আমরা সবসময় চেষ্টা করেছি এটা নিশ্চিত করতে যে আমাদের সেলাররা যত বেশি সম্ভব লাভ করতে পারে। তবে, প্রত্যেক প্ল্যাটফর্মকে মার্কেটের সাধারণ নিয়মকানুন মেনে চলতে হয়, এবং GearLaunch-ও তার ব্যতিক্রম নয়, যার অর্থ হল ফি এর পূর্বে আমরা লাভের ৭% পরিমাণ প্রসেসিং ফি যোগ করতে যাচ্ছি।

তবে ভালো খবর হলো আমাদের সেলারদের উপর এই প্রাইসিংয়ের সরাসরি প্রভাব পড়বে এটা অনুধাবন করে, প্রসেসিং ফিয়ের আংশিক ক্ষতিপূরণ দিতে সকল পণ্যের বেস ব্যয় (Base Cost) কমাতে GearLaunch টিম একটি সমাধান নিয়ে এসেছে, যা নিশ্চিত করে যে সেলারদের লভ্যাংশে যেন খুবই কম প্রভাব পড়ে।

আশা করি GearLaunch-এর সেলাররা এই বিষয়গুলোর উপর একটি সর্বোপরি ধারণা এবং আমাদের মার্কেটকে আরো গ্রো করতে GearLaunch টিমের পর তাদের আস্থা অব্যাহত রাখতে পারেন।

নতুন প্রসেসিং ফি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং এই প্রসেসিং ফি সম্পর্কিত নোটের জন্য, অনুগ্রহ করে এই লিঙ্কটি ভিজিট করুন

https://www.gearlaunch.com/platform-product-summary/?lang=bn

সাপোর্ট প্রয়োজন? কোনও প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, নিম্নলিখিত যে কোনও উপায়ে GearLaunch-এর কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন:

১. অনুরোধ করার ফর্ম: https://gearlaunch.zendesk.com/hc/en-us/requests/new

২. আমাদের ইমেইল: support@gearlaunch.com

৩. সেলার ড্যাশবোর্ডে সরাসরি কথোপকথন।

৪. ফেসবুক পেজে সোশ্যাল সাপোর্ট: https://www.facebook.com/gearlaunch

194344644 2017562841728771 377388046758839991 n

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা