ডোমেইন নিয়েছিলাম গত মাসের ২২-২৩ তারিখ। সাইট সাজানোর পর সব প্রোডাক্ট আপ দিয়ে মার্কেটিং শুরু করি মোটামুটি ২৮-২৯ তারিখের দিকে। এগুলা শুধু প্রথম ১৫ দিনের ইনকাম। এরপর অসুস্থ হয়ে যাওয়াতে ১৬ তারিখ থেকে আর কম্পিউটারে তেমন বসা হয় নাই। নেক্সট মান্থ থেকে আবার উড়াব আশা করি
দোয়া করবেন সবাই।
