35 NEED-TO-KNOW EMAIL STATISTICS FOR HOLIDAY ECOMMERCE MARKETING

Share This Post

হলিডে ইকমার্স মার্কেট এর জন্য প্রয়োজনীয় ৩৫ টি ইমেইল স্ট্যাটিস্টিকস আপনার জানা প্রয়োজন

প্রতি বছর মার্কিনরা আরো আগে থেকে হলিডে সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছে (স্পেশালি আমরা মার্কেটাররা ), কিন্তু আমরা সবাই এইটাতে এগ্রি করবো যে থাঙ্কসগিভিং ডে এর আগে কোনো বড় সেলিব্রেশন নেই – যা এখনো আসতে ৩৫ দিন বাকি।   সামনের সপ্তাহগুলোতে আপনাকে এবং আপনার মার্কেটিং এর ধারা ধরে রাখতে, আমরা ৩৫ টি সবচেয়ে ইম্প্রেসিভ ইমেইল মার্কেটিং পরিসংখ্যানের একটি লিস্ট কম্পাইল করেছি – যা প্রতিদিনের জন্য একটি এটি আপনাকে সেলিব্রেট করতে উত্সাহিত করবে আপনার ফ্রেন্ডস ,ফ্যামিলি ,ফুড এবং ফুটবলের সাথে এই ফেস্টিভে ।

এই স্টাটিস্টিকগুলো আপনার অপেক্ষা কে কমিয়ে দিবে না কিন্তু এগুলো আপনার ইমেইল মার্কেটিং এফোর্টকে আরো ইম্প্রোভ করতে হেল্প করবে। এবং এইটা অবশ্যই একটি সেলিব্রেট করার বিষয় !

১. ইউএস রিটেইল ইমেইল লিস্ট সাবস্ক্রাইবারদের এক তৃতীয়াংশ  যে রিটেইলারদের সাবস্ক্রাইব করেছেন  সেই রিটেইলারদের কাছ থেকে কিছু পার্চেজ করেছেন।(লিস্ট্র্যাক

২.  ওয়েলকাম ইমেইল অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন থেকে ওপেন করার রেট  ৪ গুন বেশি।(ওয়ার্ডস্ট্রিম )

৩. ওয়েলকাম ইমেইল অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন থেকে ক্লিক-থ্রো করার রেট  ৫ গুন বেশি।(ওয়ার্ডস্ট্রিম )

৪. ইউএস এর ৮০% ছোট এবং মিডিয়াম সাইজের রিটেইলাররা ইন্ডিকেট করেছেন যে ইমেইল মার্কেটিং হচ্ছে সব থেকে ভালো উপায় কাস্টমার পাওয়ার এবং তাদের ধরে রাখার।  তারপর হচ্ছে চ্যানেল, সোশ্যাল মিডিয়া যা মাত্র ৪৪% ।(ইমার্কেটার

৫. যে সব রিটেইলার রা  পার্সোনালাইজ কনটেন্ট সেল করেন তাদের কাছ থেকে ৭৫% কাস্টমাররা কিনতে পছন্দ করেন। (এক্সেন্জার )

৬. পার্সোনালাইজ ইমেইলের ওপেন রেট ২৯% হায়ার এবং ক্লিক রেটস ৪১% হায়ার নন -পার্সোনালাইজ ইমেইল থেকে।(এক্সপেরিয়ান

৭. ইমেইল ৪০ গুন বেশি ইফেক্টিভ নিউ কাস্টমার পাওয়ার জন্য ফেসবুক এবং টুইটার থেকে। (এমসিকিনসে)

৮. ৮৭% ক্লিক হয় যখন রিডার প্রথম ইমেইল ওপেন করেন। (ক্যাম্পেইন মনিটর)

৯. প্রায় ৫৩% ইমেইল মোবাইল ডিভাইসে ওপেন করা হয়। (ক্যাম্পেইন মনিটর)

১০. আজকের সোশ্যাল মিডিয়ার মতে , ৫০% মার্কেটাররা যারা ইমেইলে ভিডিও ইউজ করেন তারা বেশি পরিমানে ক্লিক রেট, শেয়ারিং এবং ফরওয়ার্ডিং লক্ষ্য করেছেন। (এম্মা)

১১. ৩৩% ইমেইল রেসিপেন্টরা কমার্শিয়াল ইমেইল খুলে দেখেন শুধু মাত্র সাবজেক্ট লাইনের ওপর বেস করে। (সার্চ ইঞ্জিন পিপল)

১২. ৬৯% ইমেইল রেসিপেন্টরা ইমেইলকে স্প্যাম হিসেবে রিপোর্ট করেন শুধু মাত্র সাবজেক্ট লাইনের  ওপর বেস করে।  (সার্চ ইঞ্জিন পিপল)

১৩. ছেলেদের থেকে মেয়েরা প্রতি মাসে সাত মিনিট বেশি স্মার্টফোনে ইমেইল চেক করেন। (ইউকেওএম অ্যান্ড কমস্কোর)

১৪. ৮০ পার্সেন্ট প্রফেশনালদের মতে ইমেইল মার্কেটিং কাস্টমার পেতে এবং ধরে রাখতে সাহায্য করে। (ইমার্কেটার)

১৫. ২০১৭ সালের শেষের দিকে পুরো পৃথিবীতে ৩.৭ বিলিয়ন থেকেও বেশি ইমেইল ইউজার হবে। (রেডিক্যাটি গ্রুপ)

১৬. শপাররা বলেছেন যে তারা নন-অ্যাপারেল আইটেম কেনার থেকে অ্যাপারেল আইটেম কিনতে বেশি কম্ফোর্টেবল ফিল করেন। ৬৬% অ্যাপেরাল শপাররা কনভার্সন ডিভাইস হিসেবে স্মার্টফোন বা ট্যাবলেট ইউজ করেন, ৬৮% নন-অ্যাপারেল তাদের ডেস্কটপ থেকে কিনতে পছন্দ করেন। (মুভেবল ইনক “Consumer Device Preference Report Q3 2016” )

১৭. ৭১.৬% কনজিউমার ইমেইল ডিলিট করে দেন যদি তা মোবাইলে দেখতে ভালো না লাগে, আবার ১০% মানুষ তাও সেটা পরে ফেলেন।  (এডেস্ট্রা  “Consumer Adoption & Usage Study” )

১৮. ২০১৬ সালে প্রত্যেক ইমেইল ইউজার দের অ্যাভারেজ এ ২ টা করে একাউন্ট আছে। (রেডিক্যাটি গ্রুপ)

১৯. ৮২% স্মার্ট ফোন ইউ্জাররা কোনো প্রোডাক্ট কেনার ডিসিশন নেয়ার জন্য তাদের ডিভাইসে ব্যাক করেন। (গুগল)

২০. গুগল এর মতে ,থাঙ্কস গিভিং ডে তে ৫৯% মোবাইল শপিং সার্চ ৬:০০ পিএম এর পর শুরু হয়। 

২১. ৫৪% কনজিউমাররা লো প্রাইস এর পরিবর্তে তাদের ইমেইল এড্রেস দিতে রাজি হয়ে যান। (ডিএমএ)

২২. ৬৮% কনজিউমাররা ভাবেন যে বেশিভাগ ইমেইল তাদের জন্য অপ্রয়োজনীয়। (ডিএমএ)

২৩. ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য অ্যাভারেজ ইমেইল ওপেন রেট হলো ১৬.৭৫ পারসেন্ট। (স্মার্ট ইনসাইটস)

২৪. ৫৮% ইমেইল মার্কেট শেয়ার আছে মোবাইল ফোনের কাছে যেইখানে ৩২% ডেস্কটপ এর এবং ২০% ওয়েব মেইল এর কাছে। (স্মার্ট ইনসাইটস)

২৫. এন্ড্রোয়েড ফোন ইউজারররা ইমেইল দেখতে সব থেকে বেশি সময় ব্যায় করেন । ৫২.৯৯% এন্ড্রোয়েড ফোন ইউজারররা ১৫ সেকেন্ড বা এর থেকে বেশি সময় খরচ করেন একেকটা মেসেজ দেখার জন্য। সেকেন্ডে আছে ডেস্কটপ ইউজাররা ,৪৯.৯৯% ইউজারররা ১৫ সেকেন্ড বা বেশি স্পেন্ড করেন একটি ইমেইল দেখতে।  (মুভেবল ইনক “Consumer Device Preference Report Q3 2016” )

২৬. ৫৬% ব্র্যান্ড  যারা তাদের ইমেইলের সাবজেক্ট লাইনে ইমোজি ইউজ করেন তাদের ইমেইল ওপেন করার রেট বেশি। (ক্যাম্পেইন মনিটর)

২৭. সোমবারে ইমেইল খোলার রেট সব থেকে বেশি প্রায় ৩%, যেখানে শুক্রবারে সব থেকে কম প্রায় ১১.৯ % (ডিএমএ)

২৮. এইচটিএমএল ইমেইল থেকে প্লেইন ইমেইল খোলার রেট বেশি।  ইন ফ্যাক্ট, বেশি এইচটিএমএল ইমেইলে ব্যবহার করলে ইমেইল খোলার রেট ২৩% কমে যায়। (হাবস্পট)

২৯.  ১৪% ইমেইল ইউজারররা নর্থ আমেরিকায় থাকেন যেখানে ৫২% এশিয়া স্পেসিফিক, ২২% ইউরোপ এবং বাকী ১৪% পুরো পৃথিবী জুড়ে। (ফরমভার্স)

৩০. ছেলেদের থেকে মেয়েরা মোবাইল ইমেইলে ১০% বেশি ক্লিক করেন । (টেইলরড মেইল )

৩১. ৫০% মার্কিনরা তাদের মেইল তাদের বিছানায় বসে চেক করেন এবং ৪২% বাথরুমে। (ডিএমআর)

৩২. টেক্সট লিংক এর পরিবর্তে কল টু অ্যাকশন বাটন ইনক্লুড করলে কনভার্সন রেট প্রায় ২% বেড়ে যায়। (ক্যাম্পেইন মনিটর)

৩৩. ফেইসবুক এর থেকে ইমেইলে প্রায় ৫ গুন বেশি মেসেজ দেখার সম্ভাবনা থাকে। (রেডিক্যাটি গ্রুপ)

৩৪. অ্যাপল ইউজারররা দ্রুত ইমেইল রিডার ,আইপ্যাড এবং আইফোন দুটিই হিউজ পার্সেন্টেজ দেখিয়েছে যেখানে ইমেইল পড়ার সময় ০-৩ সেকেন্ড। (মুভেবল ইনক “Consumer Device Preference Report Q3 2016” )

৩৫. ৫৫% কনজিউমাররা ৫৬-৬৭ বলেছেন তারা কখনো প্রথমবার তাদের মোবাইলে ইমেইল পড়েন না। এইটা শুধু ১৮% মানুষদের জন্য যাদের এইজ গ্রুপ ১৯-৩৪। (এডেস্ট্রা  “Consumer Adoption & Usage Study” )

1 16

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা