ADD A FACEBOOK PIXEL

Share This Post

এড এ ফেসবুক পিক্সেল

ফেসবুক পিক্সেল একটি ট্র্যাকিং এবং অ্যানালিটিক্স টুলস যা আপনার ওয়েবসাইটের অডিয়েন্স কিভাবে আপনার অ্যাডগুলো রিসিভ করছে সেগুলো বুঝার মাধ্যমে আপনার অ্যাড এর কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। আপনি এই ডাটাগুলো ইউজ করতে পারেন:

  • রাইট অডিয়েন্সের কাছে পৌঁছান, নতুন অডিয়েন্স বা এমন কোনও ব্যক্তি যা স্পেসিফিক পেইজ ভিজিট করেছেন বা আপনার ওয়েবসাইটে ডিজায়ার্ড কোনো অ্যাকশন নিয়েছেন।
  • ড্রাইভ মোর সেলস যারা আপনার ওয়েবসাইটে কোনো অ্যাকশন নিতে অনেক বেশি ইন্টারেস্টেড এবং যা সেলস পর্যন্ত নিয়ে আসতে পারে, এমন অডিয়েন্সদের টার্গেট করার জন্য অটোমেটিক বিড সেট আপ করুন।
  • আপনার অ্যাড গুলোর রেজাল্ট মেজার করুন ডিরেক্ট রেজাল্ট হিসেবে যা হচ্ছে তা দেখে আপনার অ্যাড টি কতটা সাকসেসফুল তা বুঝুন । এখানে আপনি আপনার কনভার্সেশন এবং সেলস এর মত ইনফর্মেশন গুলো দেখতে পারেন।

সেটআপ ইওর পিক্সেল

১. অ্যাডস ম্যানেজার ওপেন করুন এবং ফেসবুক পিক্সেল ট্যাবে যান।

1 5

২. ক্লিক ক্রিয়েট এ পিক্সেল।

2 6

৩. আপনার পিক্সেলের নাম লিখুন (আপনার বিজনেস এর সাথে রিলেটেড একটি নাম চুজ করুন। প্রতি অ্যাড অ্যাকাউন্টে শুধুমাত্র একটি পিক্সেল এলাউ ।

৪. এক্সসেপ্ট ফেসবুক টার্মস বাই ক্লিকিং দ্যা বক্স।

৫. ক্লিক ক্রিয়েট পিক্সেল ।

3 8

গিয়ারলঞ্চ ক্যাম্পেইনে আপনার পিক্সেল এড করুন

১. আপনার ড্যাশবোর্ডটি ওপেন করুন এবং সেটিংস সেকশনে ক্লিক করুন।

২. আপনার ফেসবুক পিক্সেল ক্রিয়েট করা হয়ে গেলে, কোডটি কপি করুন এবং এটি আমাদের পিক্সেল সেকশনে এন্টার করুন।

৩. দ্যাটস ইট ।

4 6

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা