MARKETING AND ADVERTISING

Share This Post

মার্কেটিং এন্ড এডভার্টাইজিং

যখন মার্কেটিং এর বিষয়টি আসে,দুটি বিষয় আমরা নিশ্চিতভাবে জানতে পারি –

১. আপনাকে এটি করতেই হবে। 

২. এটি হয় সময় বা অর্থ ব্যয় করে।

আপনি যদি কয়েক মিলিয়ন ডলারের বিজনেস করে থাকেন তারপরও এটি আপনার জন্যে একটি বিগার কন্সিডারেশন। এর অর্থ আপনার বিজ্ঞাপনের বাজেটের প্রতিটি পেনিতেই একটি ইমপ্যাক্ট ক্রিয়েট করতে হবে। 

তাহলে আপনি কি করবেন ?

এমন কিছু চিপার এড ইনভেন্টরি সার্চ করুন যা আপনাকে অল্প কস্টে ইফেক্টিভ ভাবে কাস্টমার টার্গেট করতে দিবে – ফেসবুক। ফেসবুক এডস আপনার বিজনেস মার্কেটিং করার অন্যতম এফোরডেবল এবং ইফেক্টিভ ওয়ে। এই সেকশনে আমরা আপনাকে ফেসবুক এর ডায়নামিক এডসগুলোর সেটআপের পথে এগিয়ে নিয়ে যাবো।

এবাউট ডাইনামিক এডস

ডায়নামিক এডস হল এক্সাক্টলী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্কে ডিসপ্লে হওয়া সিঙ্গেল বা ক্যারোসেল ইমেজ টাইপ এডস। তবে, আপনার প্রতিটি প্রোডাক্টের জন্য অতিরিক্ত এডস তৈরি করার পরিবর্তে আপনি একটি বিজ্ঞাপন টেম্পলেট ক্রিয়েট করেন যাতে অটোমেটিক্যালি ইমেজগুলো রোটেট হয় এবং সাথে আপনার প্রোডাক্ট ডিটেইলস ফিড যা আপনি আসলেই আপনার এডস এ যোগ করতে চান। অটোমেটিক প্রসেসটি সাকসেসফুলি এচিভ করতে,ডায়নামিক এডসগুলি আপনার ওয়েবসাইট এ কোনো একটি স্টেপ নিয়েছে বা আপনার বিজনেস নিয়ে আগ্রহ দেখিয়েছে এমন অডিয়েন্সদের টার্গেট করে এডস দেখানোর জন্যে ফেসবুক পিক্সেল সেটাপ করুন। পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে আপনার ব্যবসায়ের প্রতি আগ্রহ দেখিয়েছে এমন লোকগুলিকে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ফেসবুক পিক্সেল বা এসডিকে ব্যবহার করে। আপনার ওয়েবসাইটে কোনও একটি অ্যাকশন বা স্টেপ নিয়েছেন এমন অডিয়েন্সদের আপনি রিটার্গেটও করতে পারেন। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক বা ম্যাসেঞ্জারে প্রোডাক্ট রেকোমেন্ডেশন হিসাবে শো আপ হবে।

বেনিফিট

  • স্কেল ইওর এডস ক্রিয়েশন এফোর্টস : প্রতিটি ইন্ডিভিউজুয়াল এড কনফিগার না করে আপনার সবগুলো প্রোডাক্ট এর জন্যে একটি ইউনিক, ক্রিয়েটিভ এড ক্রিয়েট করে প্রোমোট করুন। 
  • নতুন পটেনশিয়াল কাস্টমার খুঁজুন : একবার আপনার ক্যাম্পেইন সেট আপ করুন এবং সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট সহ নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিন।
  • রাইট প্রোডাক্টসগুলো শো করুন : আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপস এ অডিয়েন্সরা অলরেডি দেখছে এমন প্রোডাক্ট এর উপর ভিত্তি করে আপনার ক্যাটালগ থেকে সর্বোচ্চ রিলেভেন্ট প্রোডাক্ট গুলো দেখান।

রিকোয়ারমেন্ট

লেট’স গেট স্টার্টেড !

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Product and Update
Features and updates

product idea

যারা Print On Demand এ ‘Hunting’ নিশ নিয়ে কাজ করেন, যারা ফ্রি মার্কেটিং করেন- ‘Hunting’ কতো প্রকারের আছে তা এই সাইট থেকে দেখে নিন। কাজে

Product and Update
Features and updates

White Tshirt Selling Update

২০২০ সালে GearLaunch সেলাররা ৬৭,০০০-এর অধিক সাদা টিশার্ট সেল করেছে! 👕 ২০২১ সালে অনলাইনে অরিজিনাল টি-শার্ট ডিজাইনের জন্য আনুমানিক মার্কেট সাইজ ধরা হয়েছে ৫১৬.৪ মিলিয়ন মার্কিন ডলার।