কীভাবে একটি প্রমোশান কোড ক্রিয়েট করা যাবে ?
প্রমো কোড
কিভাবে আমি একটি ডিসকাউন্ট বা প্রমো কোড এড করতে পারবো?
প্রমোশান কোড এড করতে, প্রমোশান কোড এ ট্যাব এ যান, তারপর স্ক্রিনের উপরের ডানদিকে “ক্রিয়েট প্রমোশান ” বাটনে ক্লিক করুন।
তারপর প্রমোশন কোডের নাম লিখুন অথবা “জেনারেট রেন্ডম কোড ” বাটনে ক্লিক করেও ক্রিয়েট করতে পারেন।
এরপর, ড্রপ ডাউন লিস্ট থেকে “টাইপ” বাটন ক্লিক করে আপনি কী ধরণের প্রমো ইউজ করতে চান তা চুজ করুন।
তারপরে, “এমাউন্ট ” অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি কত টাকা ডিসকাউন্ট দিতে চান বা কত পার্সেন্ট দিতে চান তা চুজ করুন এবং ” মিনিমাম এমাউন্ট ফর প্রমোশন ” ফিল্ডের মাধ্যমে সর্বনিম্ন অর্ডার ভ্যালু সিলেক্ট করে দিন।
এখন,যদি আপনার নতুন কোডটি একটি নির্দিষ্ট তারিখের পরে মেয়াদ শেষ করতে চান তবে “এক্সপিরেশন ” ফিল্ডে একটি তারিখ এড করে দিন । এছাড়া যদি এক্সপায়ার না চান তাহলে অপশনটি ফাঁকা রেখে দিন। সবশেষে ” ক্রিয়েট প্রমোশন ” অপশনটি সেভ করে নিন। আপনি প্রমোশন পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেয়া হবে যেখানে আপনি আপনার নতুন ক্যাম্পেইনগুলো দেখতে পাবেন।