HOW TO CREATE A PROMOTION CODE

Share This Post

কীভাবে একটি প্রমোশান কোড ক্রিয়েট করা যাবে ?

প্রমো কোড

কিভাবে আমি একটি ডিসকাউন্ট বা প্রমো কোড এড করতে পারবো?

প্রমোশান কোড এড করতে, প্রমোশান কোড এ ট্যাব এ যান, তারপর স্ক্রিনের উপরের ডানদিকে “ক্রিয়েট প্রমোশান ” বাটনে ক্লিক করুন।

Promotion1 1024x567 1

Promotion2 1024x515 1

তারপর প্রমোশন কোডের নাম লিখুন অথবা “জেনারেট রেন্ডম কোড ” বাটনে ক্লিক করেও ক্রিয়েট করতে পারেন।

Screenshot at Sep 18 16 56 28 3

এরপর, ড্রপ ডাউন লিস্ট থেকে “টাইপ” বাটন ক্লিক করে আপনি কী ধরণের প্রমো ইউজ করতে চান তা চুজ করুন।

Promotion4 4

তারপরে, “এমাউন্ট ” অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি কত টাকা ডিসকাউন্ট দিতে চান বা কত পার্সেন্ট দিতে চান তা চুজ করুন এবং ” মিনিমাম এমাউন্ট ফর প্রমোশন ” ফিল্ডের মাধ্যমে সর্বনিম্ন অর্ডার ভ্যালু সিলেক্ট করে দিন।

Promotion5 5

এখন,যদি আপনার নতুন কোডটি একটি নির্দিষ্ট তারিখের পরে মেয়াদ শেষ করতে চান তবে “এক্সপিরেশন ” ফিল্ডে একটি তারিখ এড করে দিন । এছাড়া যদি এক্সপায়ার না চান তাহলে অপশনটি ফাঁকা রেখে দিন। সবশেষে ” ক্রিয়েট প্রমোশন ” অপশনটি সেভ করে নিন। আপনি প্রমোশন পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেয়া হবে যেখানে আপনি আপনার নতুন ক্যাম্পেইনগুলো দেখতে পাবেন।

Screenshot at Sep 18 18 01 13 6

ওয়াচ দ্যা টিউটোরিয়াল ভিডিও

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা