SENDING EMAILS

Share This Post

সেন্ডিং ইমেইল

একটি ইমেইলে আমি কতগুলো ডিসপ্লে করতে পারবো?

একটি ইমেইলে আপনি সর্বোচ্চ ৫ টি ক্যাম্পেইন ইউজ করতে পারবেন,একটি ফিচার্ড ক্যাম্পেইন আর বাকি ৫ টি রেকমেন্ডেড যা আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন।

আমি কি আমার ইমেইল কাস্টমাইজ করতে পারব?

আপনাদের জন্য আমরা অনেক গুলো পরীক্ষিত সাবজেক্ট লাইন এবং হেডার লাইন তৈরি করে রেখেছি যা থেকে আপনারা চুজ করে ব্যবহার করতে পারবেন। প্ল্যাটফর্মে নতুন সাবজেক্ট লাইন বা হেডার এড করার রিকুয়েস্ট রাখার জন্য আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের সঙ্গে এক সাথে কাজ করুন ।

আমি আমার অডিয়েন্সদের কতবার ইমেইল করতে পারি?

একজন গ্রাহককে প্রতি সপ্তাহে একবার ইমেইল করতে পারবেন। একবার কোন কাস্টমারকে একটা স্টোর থেকে ইমেইল করা হয়ে গেলে। তাদের ০১ সপ্তাহের মদ্ধে আবার ইমেইল করা যাবে না এবং অডিয়েন্সের তালিকায়ও রাখা যাবে না।

আমার ইমেইল গুলো কি স্টোরের মাধ্যমে কাউন্ট করা হবে?

পার্টনার আইডির আন্ডারে আপনার ইমেইলগুলো স্টোর জুড়ে কাউন্ট করা হয়।যদি আপনি একটি স্টোর থেকে কোনও ইমেইল ক্যাম্পেইন করে থাকেন, আপনি দেখবেন আপনার অল স্টোর থেকে ইমেইল গুলো কমে যাচ্ছে । 

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা