Print On Demand Course

pod bootcamp

Share This Post

যদি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কনফিডেন্স এর ঘাটতি থেকে থাকে তবে এই “Print on Demand Course“-টি আপনাকে পুরো বিষয়টি সহজভাবে বুঝার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে বিজনেস শুরু করার অনুপ্রেরণা দিবে। প্রিন্ট অন ডিমান্ড বিজনেস সম্পর্কিত সকল প্রকার নিখুঁত বিষয়গুলোকে বোধগম্য করে তুলে ধরার মাধ্যমে আপনাকে একজন এক্সপার্ট করে তুলতে সাহায্য করবে এই Print on Demand course-টি। এছাড়াও Grearlaunch এ কিভাবে কিছু সুযোগ-সুবিধার মাধ্যমে খুব সহজেই অরগানাইজড ভাবে এই বিজনেস পরিচালনা করা যায় তা জানা যাবে।

এটি মূলত একটি Print on Demand online course। কোনো প্রকার এক্সেস এর ঝামেলা ছাড়াই নিচের ভিডিওগুলো শুধুমাত্র প্লে করার মাধ্যমে আপনি এই Online Print on Demand Bangla Course-টি করে ফেলতে পারবেন।

Video 1

Video 2

Video 3

আমাদের দেশে এমন অনেকেরই গ্লোবাল ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে “নেমচিপ” থেকে ডোমেইন কিনতে পারে না। তাই আমরা রেকমেন্ড করি “Texort” থেকে ডোমেইন কিনার জন্য। “Texort” থেকে বিকাশ, রকেট, শিওর ক্যাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে কার্ডের মাধ্যমে ইজিলি ডোমেইন কিনতে পারবেন।
বাংলাদেশি অনেক ডোমেইন প্রোভাইডার আছে যাদের থেকে ডোমেইন কিনার পর গিয়ারলঞ্চে স্টোর লাইভ করতে অনেক প্রব্লেম ফেস করতে হয় (DNS সেটআপ অপশন এভেইলেবল থাকে না)। অনেক সময় দেখা যায় ওই প্রব্লেম গুলোর সমাধান সহজে করা যায় না। তাই আমরা রেকমেন্ড করবো “Texort” থেকে ডোমেইন কিনার জন্য।

নোটঃ ডোমেইন কিনা হয়ে গেলে গিয়ারলঞ্চে স্টোর লাইভ করতে এই পেইজে Gearlaunch Bangladesh মেসেজ দিন। আমরা আপনার স্টোর লাইভ করে দিব।

Video 4

Video 5

You may need BANNER AND LOGO FOR YOUR ECOM STORE !! To Download:

Click Here for Download

Video 6

EXAMPLE OF GEARLAUNCH SITE

https://animalmerch.com/

Video 7

How should I price my products?

Click Here

Product Sizing

নিউ আপডেট: বর্তমানে অর্ডার ফুলফিলমেন্ট” অপশনটি বন্ধ করে সব অর্ডার “ইমিডিয়েট” করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার একটি প্রোডাক্ট ক্লায়েন্ট পারচেজ করলে সেটা সরাসরি প্রিন্টিং-এ চলে যাবে, কিন্তু এর জন্য আপনার প্রফিট থেকে কোন ডলার কাটা হবে না। ডিসপ্লে কাউন্টডাউন টাইমার অপশনটি অটো ফিফটিন আওয়ার ওয়ান মিনিট এ সেটআপ করা আছে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এটি আবার পুনরায় অটো চালু হয়ে যাবে। নতুন আপডেটে গিয়ারলঞ্চ তাদের লঞ্চেস মেনু অপশনটি বন্ধ করে দিয়েছে, বর্তমানে আপনি ডিজাইন মেনুতে ডিজাইন অ্যাড অ্যান্ড অ্যাডজাস্ট করে একটিভ করে দিলেই আপনার ক্যাম্পেইনটি লঞ্চ হয়ে যাবে। এছাড়াও “ডিউরেশন অফ নেক্সট লঞ্চ” অপশনটি ইনফিনিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি আপনার ক্যাম্পেইনটি ম্যানুয়ালি বন্ধ না করা পর্যন্ত এটি চলতে থাকবে।

Video 8

আপনার ই-কমার্স স্টোরের মাধ্যমে কিভাবে কাস্টম অর্ডার রিসিভ করবেন এবং সেল করবেন জানতে ভিডিও টি দেখুন:

Print on Demand Course-টি নিয়ে শেষ কথা

আশা করছি Free Print on Demand Course-টি আপনাকে এই বিজনেস সম্পর্কে বিশদ ধারণা দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করবে। এছাড়াও ফ্রি অনলাইন কোর্স হিসেবে এটি one of the best Print on Demand course in Bangladesh.

“Learn Print on Demand & explore something different in the online business industry”.

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Tips & Tricks

📈 আগস্ট ই-কমার্স ক্যালেন্ডার: সারা মাস ধরে বিক্রয়ের চাবিকাঠি!

প্রিয় গিয়ারলঞ্চ সেলার গন, আমাদের এক্সক্লুসিভ মার্কেটিং ক্যালেন্ডারের সাথে এই আগস্ট মাসে ভালো করার জন্য প্রস্তুত হন! 🔥📆 আমরা মাসব্যাপী বিশেষ দিনগুলির একটি তালিকা তৈরি

Features and updates

অসাধারণ শপিং অভিজ্ঞতার জন্য চলে এসেছে GearLaunch 2.0!

সব নতুন ফাংশন গুলো এক্সপ্লোর করুন  দারুন খবর : চলে এসেছে GearLaunch 2.0  – আপনার কাস্টমার এর শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য! আমরা